Health Tips: রোজ কি স্টিলের বাসনে রান্না-খাওয়া হয়? শরীরে এর ফল কী জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তাই কোন ধরনের বাসনে শরীরের উপকার হয়, জেনে নিন। (Health Tips)
advertisement
1/5

খাবারই শরীররে পুষ্টি জোগায়। কিন্তু সেই খাবার আপনি কোন পাত্রে রেখে খাচ্ছেন বা রান্না করছেন তা-ও আপনার শরীরে বিপুল প্রভাব ফেলে। রান্নার সময় কোন বাসন ব্যবহার করেন? আর রোজ কোন বাসনে খাবার খান? রান্নাটি করার সময় ও খাওয়ার সময় যে বাসন ব্যবহার করছেন, সেই বাসনের উপাদানও কিন্তু রান্নায় মিশছে। কাজেই শরীর সুস্থ রাখার জন্য বাসন ব্যবহার করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। তাই কোন ধরনের বাসনে শরীরের উপকার হয়, জেনে নিন। (Health Tips)
advertisement
2/5
রুপোর বাসন: ছোটবেলায় বাচ্চাদের রুপোর ঝিনুকে দুধ খাওয়ানো হয়। বলা হয় এতে বাচ্চাদের শরীর-স্বাস্থ্যের উন্নতি হয়। রুপোর বাসনে থাকা উপাদান মস্তিষ্কের শক্তি বাড়ায়। তাই রুপোর থালা, বাটি বা চামচ খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর।
advertisement
3/5
তামার বাসন: এখন সে ভাবে তামার বাসনের চল নেই। তবে এক সময় তামার বাসনেরই রমরমা ছিল। জল খাওয়ার সময় তামার গ্লাস ব্যবহার করতে পারেন। এ ছাড়াও তামার পাত্রে খেলে হজমশক্তি বাড়ে। আজকাল তামার জলের বোতল বাজারে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
4/5
সেরামিকের বাসন: অনেকে সুন্দর টেবিল সাজিয়ে সেরামিকের থালা বা গ্লাস ব্যবহার করেন। তবে রান্না করার ক্ষেত্রেও সেরামিকের পাত্র খুবই স্বাস্থ্যকর। কাদামাটি দিয়ে উচ্চ তাপমাত্রায় তৈরি হওয়া এই সেরামিকে কোনও রাসায়নিক না থাকায়, এতে খাবার রাখা শরীরের পক্ষে ভালো। একইসঙ্গে স্টাইলিশও।
advertisement
5/5
স্টিলের বাসন: রান্না করা ও খাওয়ার কাজে সবচেয়ে ব্যবহৃত হয় স্টিলের বাসন। এই বাসন শরীরের জন্য বেশ উপকারী। এগুলি অনেক বেশি টেঁকসই হয়। স্টিলের বাসনের অন্যতম এক উপাদান লোহা, যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। ফলে রক্তাল্পতার সমস্যা থাকলে এই বাসন ব্যবহার করলে উপকার পেতে পারেন।