Health Tips: মাথায় নয়, নাভিতে এই তেল ঢেলে মালিশ করুন! দূর হবে শরীরের সব রোগ! ত্বক হবে ঝকঝকে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips: ছোটবেলার এই অভ্যাসে মিলবে ফলাফল। নিয়ম মেনে নাভিতে তেল মালিশ করলে পাবেন ফলাফল।
advertisement
1/9

নাভিতে তেল দেওয়ার এই অভ্যাস অতি প্রাচীন। এখনও স্নানের আগে নাভিতে সর্ষের তেল দিয়ে থাকেন অনেকেই। মূলত নাভির সঙ্গে গোটা শরীরের শিরা-উপশিরার যোগ রয়েছে।
advertisement
2/9
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, গর্ভস্থ থাকাকালীন অবস্থায় মায়ের শরীর থেকে শিশুর শরীরে পুষ্টি পৌঁছয় এর মাধ্যমেই। তাই নাভিতে তেল মালিশ করার গুরুত্ব আয়ুর্বেদেও বলা রয়েছে।
advertisement
3/9
নাভিতে সর্ষের তেল দেওয়ার চল থাকলেও নারকেল তেল ব্যবহারে জোর দেওয়া বেশি উচিত। কারণ, এতে ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট ছাড়াও অনেক রকম উপাদান রয়েছে।
advertisement
4/9
এই উপাদান গুলি মানব শরীরের ত্বক ও চুলেরও যত্ন নেয়। এছাড়াও মানসিক প্রশান্তি কিংবা হরমোনজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে পারে নারকেল তেলের ব্যবহার।
advertisement
5/9
নাভির সঙ্গে গোটা শরীরের যোগ রয়েছে। তাই নাভির চারপাশে নারকেল তেল মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন ভাল হয়। এছাড়াও জরায়ুতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
advertisement
6/9
হরমোনের সমতা বজায় রাখে এই প্রাচীন অভ্যাস। এছাড়াও পেশির ব্যথা কমায় অনেকটাই। ঋতুস্রাবের সময় নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে আরাম হয়।
advertisement
7/9
শরীরে জমে থাকা টক্সিন বার করাও সহজ হয় এর মাধ্যমে। মরসুম বদলের ঠান্ডা লাগা, জ্বর-সর্দি থেকেও মুক্তি দিতে পারে এই ছোট্ট টোটকা। এছাড়া সংক্রমণ-জনিত সমস্যা দূরে থাকে।
advertisement
8/9
নাভিতে তেল দিলে মানসিক চাপ, উদ্বেগ কম থাকে অনেকটাই। তেল শরীরের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কাজকর্ম নিয়ন্ত্রণে রাখতে দারুণ ভাবে সাহায্য করে।
advertisement
9/9
নাভিতে তেল মালিশ করলে পেটে রক্ত চলাচলের পরিমাণ বাড়ে। ফলে হজমক্ষমতা বাড়ে অনেকটাই। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে থাকা মানুষেরা উপকার পাবেন এতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: মাথায় নয়, নাভিতে এই তেল ঢেলে মালিশ করুন! দূর হবে শরীরের সব রোগ! ত্বক হবে ঝকঝকে