Healthy Lifestyle: এই রসেই কামাল, শরীরের মেদ নিমেষে গলে সাফ, গরমে সুপার কুল ফিলিং
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Healthy Lifestyle: এই জ্যুস ডায়েটে যোগ করলেই কেল্লা ফতে; তীব্র গরমে শরীর তো ঠান্ডা থাকবেই, আর কোনও রোগও কাছে ঘেঁষবে না
advertisement
1/6

গ্রীষ্মের দাপট জারি রয়েছে এখনও। বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরম। এই মরশুমে যেন কিছু খেয়েও শান্তি নেই। এমন পরিস্থিতিতে ফলের রস দেহের শক্তি চাহিদা মেটানোর ক্ষেত্রে দারুণ বিকল্প বলে বিবেচিত হয়। আর এক্ষেত্রে আখের রসের থেকে কী-ই বা ভাল হতে পারে! আসলে গরমের দিনে আখের রস পান করলে সব দিক থেকে তা শরীরের উপকার করে। Photo- Representative
advertisement
2/6
এছাড়া এতে ফাইবারও থাকে প্রচুর পরিমাণে। যা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক। গরমের দিনে আখের রস পানের একাধিক উপকারিতা দেখে নেওয়া যাক। Photo- Representative
advertisement
3/6
গরমকালের সেরা জুসডায়েট টু নারিশের সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা জয়সওয়ালের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁর কথায়, আখের রস ১০০টি প্রাকৃতিক পানীয়ের সমান। এতে কোনও ধরনের কোলেস্টেরল থাকে না। যদিও কিছু ফ্যাট, ফাইবার এবং প্রোটিন থাকে। আখের রসের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। যা আমাদের গরমের হাত থেকে মুক্তি দেয়। Photo- Representative
advertisement
4/6
আখের রস পানের উপকারিতা:আখের রস শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। এটা সুস্বাদু। এই পানীয় সেবন করলে শরীরে তাৎক্ষণিক শক্তির সঞ্চার ঘটে। তাজা আখের রস শরীরকে সতেজ রাখতেও অনেকাংশে সাহায্য করে। Photo- Representative
advertisement
5/6
জন্ডিস এড়াতে আখের রসডায়েটিশিয়ান প্রিয়াঙ্কা জয়সওয়াল বলেন যে, জন্ডিসের মতো রোগের ক্ষেত্রে অন্যতম সেরা প্রতিকার হতে পারে আখ। এটি আপনার লিভারকে শক্তিশালী করতে সাহায্য করে। আখের রসে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। যা লিভারকে সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা করে। Photo- Representative
advertisement
6/6
ওজন কমাতেও সহায়ক:আখের রস ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রাকৃতিক চিনি থাকে, যা রেগুলার সুগারের তুলনায় অনেকটাই উপকারী। রেগুলার সুগারে ওজন বাড়ে, কিন্তু আখের রস খেলে ওজন বাড়ে না। আর আখের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় না। Photo- Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: এই রসেই কামাল, শরীরের মেদ নিমেষে গলে সাফ, গরমে সুপার কুল ফিলিং