TRENDING:

Health Tips: সোয়াবিন, সানফ্লাওয়ার নয়, এই তেলেই দূর হবে দাঁত থেকে বাতের সমস্যা! বহু জটিল রোগের ওষুধ!

Last Updated:
Health Tips: সর্ষের তেল খুব জনপ্রিয় একটি রান্নার তেল। এই তেলের বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেটা জানা দরকার
advertisement
1/7
সোয়াবিন, সানফ্লাওয়ার নয়, এই তেলেই দূর হবে দাঁত থেকে বাতের সমস্যা!
রান্নার জন্য কেউ সয়াবিন অয়েল, কেউবা আবার সানফ্লাওয়ার আবার অনেকে সর্ষের তেল ব্যবহার করছেন। তবে খাঁটি সর্ষের তেলে রয়েছে প্রচুর উপকারিতা। বিশিষ্ট চিকিৎসক কিংশুক প্রামানিক জানান এ সর্ষের তেলে রয়েছে প্রচুর উপকারিতা।
advertisement
2/7
খাঁটি সর্ষের তেল মালিশ করলে গলার ব্যথা, রক্ত সঞ্চয় ও পুরনো বাত রোগে বিশেষ উপকার পাওয়া যায়।
advertisement
3/7
এছাড়াও সর্ষের তেল পায়ের তলায় মালিশ করলে এবং নাকের মধ্যে দিলে সর্দি ও মাথার ভার দূর হয়।
advertisement
4/7
সর্ষের তেল সংক্রামক দোষ নষ্ট করে এবং পাচন রোধ করে। সেজন্যই আমের আচার এবং অন্যান্য আচার সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়।
advertisement
5/7
প্রতিদিন স্নানের সময় সর্ষের তেল কিছুক্ষণ মুখে রেখে সেই তেল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়।
advertisement
6/7
এই সর্ষের তেল কানে দিলে কর্ণশুল, কানে তালা লাগা বা কর্ণ নাদ এমনকি বধিরতা ও সারে।
advertisement
7/7
এইভাবে ঘরোয়া খাঁটি সর্ষের তেল অনেক উপকার দেয়। তবে বেশি পরিমাণে সর্ষের তেলে ভাজা ভুজি খেলে অম্বলের ব্যাধি , পেট ফাঁপারোগ দেখা দেবে। (তথ্য- পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: সোয়াবিন, সানফ্লাওয়ার নয়, এই তেলেই দূর হবে দাঁত থেকে বাতের সমস্যা! বহু জটিল রোগের ওষুধ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল