Health Tips: খুব সাবধান! মুখরোচক খাবারগুলি Newspaper-এ মুড়ে চেটেপুটে খাচ্ছেন! ক্যান্সার-যকৃতের সমস্যার বড় মারাত্মক রোগকে বাড়িতে ডেকে আনছেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Health Tips: অল্প অথবা বেশি খবরের কাগজে মুড়ে খাওয়ার অভ্যাস ছেড়ে দিন আজই, নইলে জীবন দিয়ে পরিশোধ করতে হবে মহাভুল
advertisement
1/8

বেশিরভাগ সময়েই দেখতে পাওয়া যায় দোকান বা বাজার থেকে খাবার জিনিসপত্র কিনলে দোকানদার খবরের কাগজে মুড়ে দেন সে ঝালমুড়িই হোক ভেলপুরী সর্বত্রই খবরের কাগজে মুড়ে দেওয়ার প্রচলন চলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
কিন্তু অনেকেই জানেনা আসলে খাবার দাবার খবরের কাগজে মুড়ে খাওয়ার অভ্যাস চূড়ান্ত ভাবে শরীর খারাপ করে ৷ আপনারও কি নিউজ পেপারে করে খাবার মুড়ে খাওয়ার অভ্যাস আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
খবরের কাগজের জন্য ব্যবহৃত কালি অত্যন্ত ক্ষতিকারক শরীরের পক্ষে ৷ যা খাবারের সঙ্গে মিশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে ৷ এরফলে অত্যন্ত খারাপ অবস্থা হতে পারে শরীরের ৷ বেশ কয়েকট মারণ রোগের সৃষ্টি করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
যেই কালি ব্যবহৃত হয় খবরের কাগজের জন্য সেই কালি শরীরের পক্ষে মোটেও ভাল নয় ৷ এর মধ্যে রাসায়নরক থাকে যা শরীরকে এক্কেবারে নিঃশেষ করে তুলতে পারে ৷ এই বিষয় নিয়ে সম্প্রতি খাদ্য নিয়ামক সংস্থা (FSSAI) জানিয়েছে যাঁদের যাঁদের খবরের কাগজে মুড়ে খাওয়ার অভ্যাস আছে তা বদলে ফেলতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
রাসায়নিক শরীরের পক্ষে মোটেই ভাল নয় ৷ নিউজ পেপারের মধ্যে যে যে কেমিক্যাল থাকে সেগুলি ফুসফুসে অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
বাড়িতেও লক্ষ্য করা যায় গরম গরম লুচি বা তেলেভাজা করে খবরের কাগজে রেখে দেওয়ার প্রবণতা থাকে ৷ এরফলে হতে পারে ক্যান্সার, যকৃতের সমস্যাও হতে পারে ৷ মূত্রাশয়েও হতে পারে মারণ রোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
অনেক সময়ে দেখতে পাওয়া যায় অনেক মানুষ টিফিনও খবরের কাগজে মুড়ে নিয়ে যায় ৷ এই ধরনের স্বভাব থাকলে এখনই ত্যাগ করতে হবে ৷ পেটে গ্যাস বা ঘা হতে পারে ৷ এতে হরমোন সংক্রান্ত সমস্যাও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়টি বাস্তবক পরিস্থিতির উপরে একটি তথ্য পরিবেশনের প্রয়াস, এর নৈতিক দায়িত্ব নিউজ ১৮ বাংলার নয় ৷ আমাদের বিনম্র নিবেদন, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসক বা বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: খুব সাবধান! মুখরোচক খাবারগুলি Newspaper-এ মুড়ে চেটেপুটে খাচ্ছেন! ক্যান্সার-যকৃতের সমস্যার বড় মারাত্মক রোগকে বাড়িতে ডেকে আনছেন