Health Tips: ১ চামচেই জব্দ হাজার রোগ...! পুরুষদের এনার্জি বাড়াতে 'ধন্বন্তরি'! ডায়াবেটিসের যম! শুধু জানতে হবে 'কীভাবে' 'কতটা' খাবেন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Health Tips: যে কোনও রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যেস অনেকেই। কিন্তু জানেন কী আমাদের এই গ্রাম বাংলার পথে ঘাটেই লুকিয়ে থাকে হাজার রোগের উপশম। আয়ুর্বেদে এমনই সব ঔষধি গুণ সম্পন্ন গাছের নির্যাস থেকেই তৈরি হয় নানা ওষুধ। আবার এইসব গাছের ফুল ফল পাতাই ওষুধের বিকল্প হিসেবেও কাজ করে যদি জানেন কী ভাবে খাবেন আর কতটা।
advertisement
1/8

যে কোনও রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যেস অনেকেই। কিন্তু জানেন কী আমাদের এই গ্রাম বাংলার পথে ঘাটেই লুকিয়ে থাকে হাজার রোগের উপশম। আয়ুর্বেদে এমনই সব ঔষধি গুণ সম্পন্ন গাছের নির্যাস থেকেই তৈরি হয় নানা ওষুধ। আবার এইসব গাছের ফুল ফল পাতাই ওষুধের বিকল্প হিসেবেও কাজ করে যদি জানেন কী ভাবে খাবেন আর কতটা।
advertisement
2/8
আয়ুর্বেদের আশীর্বাদ। দেশীয় এই গাছের ঔষধি শক্তি চমকে দেওয়ার মতো। ডায়াবেটিস থেকে হৃদরোগ, হাজারো সমস্যা একই ঘায়েল করবে 'অতিবালা'। নিয়মিত এইভাবে মাত্র এক চামচ খেলেই জীবন থেকে উধাও হবে রোগ-ব্যাধি।
advertisement
3/8
'অতিবালা' উদ্ভিদের নাম শুনেছেন আগে? এই উদ্ভিদটি অনেক জায়গায় কান্ধি উদ্ভিদ নামে পরিচিত। আসলে, এই গুল্ম জাতীয় উদ্ভিদটি আয়ুর্বেদে অনেক ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদের চিকিৎসকরা একে 'ইমিউনিটি বুস্টার' প্ল্যান্ট বলে।
advertisement
4/8
ডাঃ চন্দ্রপ্রকাশ দীক্ষিত ব্যাখ্যা করেছেন যে একটি গবেষণায় জানা গিয়েছে যে আতিবালা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। এটি ইঁদুরের উপরও পরীক্ষা করা হয়েছিল, তবে এটি কীভাবে মানুষের রক্তে শর্করার মাত্রা কমায় তা নিয়ে আরও গবেষণা করা দরকার।
advertisement
5/8
জ্বর, অ্যালার্জি, সংক্রমণ, মাথাব্যথা, আলসার এবং পাইলসের মতো রোগে আতিবালার ব্যবহার উপকারী বলে মনে করা হয়। এছাড়া যৌন ইচ্ছা বাড়াতেও আতিবালা ব্যবহার করা হয়।
advertisement
6/8
তবে এই গাছের নির্যাস অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ক্ষতিকরও বটে।
advertisement
7/8
আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি গ্রহণ করেন, তাহলে সতর্ক থাকুন, এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিপজ্জনক। অতএব, এটি ব্যবহার করার আগে, অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
8/8
আয়ুর্বেদে, আতিবালা বেশিরভাগ লিভার সম্পর্কিত রোগের জন্য ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই উদ্ভিদের নির্যাস ফ্রি র্যাডিক্যালের উৎপাদনকে প্রভাবিত করে এবং লিভারের রোগ থেকে মুক্তি দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ১ চামচেই জব্দ হাজার রোগ...! পুরুষদের এনার্জি বাড়াতে 'ধন্বন্তরি'! ডায়াবেটিসের যম! শুধু জানতে হবে 'কীভাবে' 'কতটা' খাবেন...