Hair Care Tips: ১ টাকাও খরচ হবে না...! টাকে গজাবে ঘন চুল, খুশকি-চুলকানি পালাবে বাপ বাপ বলে! সস্তার এই সবুজ পাতাই চুলের 'টনিক'!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Hair Care Tips: মোরিঙ্গাকে অলৌকিক গাছ বলা হয়, কারণ এটি চুলকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর করতে কয়েক'শ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
1/10

শীতে গা, হাত, পা শুষ্ক হয়ে যায়, এ আমরা সকলেই জানি। একই সঙ্গে কিন্তু শীতের এই শুষ্কতার প্রভাব পড়ে চুলেও। অনেকেই লক্ষ্য করে থাকবেন যে বছরের অন্য সময়ের তুলনায় শীতে চুল বেশি শুকনো এবং নির্জীব লাগে।
advertisement
2/10
সেই সঙ্গে মাথার ত্বক বা স্কাল্পেও এই শুষ্কভাব থেকে দেখা দেয় খুশকি আর চুলকানির সমস্যা। সহজ প্রতিকার রয়েছে আয়ুর্বেদে, একেবারে আমাদের হাতের নাগালেই। সেটি হল সজনে বা মোরিঙ্গা।
advertisement
3/10
মোরিঙ্গাকে অলৌকিক গাছ বলা হয়, কারণ এটি চুলকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর করতে কয়েক'শ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, মোরিঙ্গা চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।
advertisement
4/10
এই সবুজ পাতাই চুলের সকল সমস্যার সমাধান। খুশকি ও চুলকানির এমন চিকিৎসা অনেক দামি ওষুধেও পাওয়া যাবে না। তাই এক নজরে দেখে নেওয়া যাক মোরিঙ্গার উপকারিতা কী এবং কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/10
চুলের জন্য উপকারী: এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, মোরিঙ্গায় প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা মাথার ত্বকে তেল উৎপাদনে সহায়তা করে। এটি চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে।
advertisement
6/10
আয়রন চুলকে শক্তি দেয়: মোরিঙ্গায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায়, যা চুলের পুষ্টি জোগায় এবং চুলের গোড়ায় শক্তি যোগায়।
advertisement
7/10
জিঙ্ক দিয়ে চুল মেরামত: মোরিঙ্গাতেও জিঙ্ক রয়েছে, যা চুল ভাঙা রোধ করতে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করতে সাহায্য করে।
advertisement
8/10
অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা: মোরিঙ্গায় ভিটামিন সি এবং ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দূষণ এবং ইউভি রশ্মির কারণে চুলের ক্ষতি থেকে রক্ষা করে, চুলকে স্বাস্থ্যকর এবং চকচকে রাখে।
advertisement
9/10
মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে: মোরিঙ্গার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য মাথার ত্বকের সংক্রমণ, চুলকানি এবং খুশকি কমাতে সাহায্য করে। মাথার ত্বকে মোরিঙ্গা তেল লাগালে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে।
advertisement
10/10
এবার জেনে নেওয়া যাক কীভাবে এটি ব্যবহার করা উচিত। মোরিঙ্গা তেল, পাউডার বা সাপ্লিমেন্ট আকারে ব্যবহার করা যেতে পারে। মোরিঙ্গা তেল চুলে লাগাতে হবে এবং ভালভাবে ম্যাসাজ করতে হবে, যাতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং চুল পুষ্টি পায়। এভাবেই এই শীতে নিজেদের চুলের সকল সমস্যার সমাধান করা যেতে পারে মোরিঙ্গা দিয়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: ১ টাকাও খরচ হবে না...! টাকে গজাবে ঘন চুল, খুশকি-চুলকানি পালাবে বাপ বাপ বলে! সস্তার এই সবুজ পাতাই চুলের 'টনিক'!