Health Tips: জ্বর, ফাইলেরিয়ার মহাশত্রু! আলসার ছুঁতে পারবে না কখনও! এই ভাবে খেলেই হাজার রোগের ছুটি
- Published by:Sanjukta Sarkar
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Health Tips: বরাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ অমিত ভার্মা লোকাল 18-কে জানিয়েছেন যে, বান্দা গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। কোন সমস্যায় কীভাবে সেবন করতে হবে? জেনে নেওয়া যাক।
advertisement
1/9

এমন কোনও গাছ সম্ভবত নেই যার কোনও না কোনও ঔষধি গুণ নেই। প্রকৃতির এই সুবিশাল ভাণ্ডারের উপরে ভর করেই রচিত হয়েছে আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র। সেখানে লিখিত হয়েছে সুচারুরূপে কোন উদ্ভিদের ঔষধি গুণ কেমন।
advertisement
2/9
এদের মধ্যে কিছু গাছের নাম আমরা জানি, বেশিরভাগটাই যদিও জানি না। আমাদের না জানার মধ্যে যারা পড়ে, তেমনই একটি গাছ হল বান্দা। সাধারণত, মাটিতে বৃদ্ধির পরিবর্তে, এটি প্রায়শই অন্য আরেকটি একটি গাছে বৃদ্ধি পায়।
advertisement
3/9
অর্থাৎ, বুঝে নিতে অসুবিধা হয় না যে এটি একটি পরজীবী উদ্ভিদ। এটি সহজেই বট, পিপল, আম, নিম ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায়। এর অনেক ঔষধি গুণও রয়েছে।
advertisement
4/9
বান্দার পাতা, কান্ড ও শিকড় ঔষধি গুণে পরিপূর্ণ। এটি মুখের ঘা, জ্বর, ফাইলেরিয়াসিস, পেট ব্যথা সহ অনেক রোগ থেকে মুক্তি দেয়।
advertisement
5/9
বরাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ অমিত ভার্মা লোকাল 18-কে জানিয়েছেন যে, বান্দা গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। তা কী এবং কোন সমস্যায় কীভাবে সেবন করতে হবে, এবার জেনে নেওয়া যাক।
advertisement
6/9
পেটব্যথা হলে এর পাতার রস বের করে জলের সঙ্গে খেলে অনেকাংশে উপশম হয়। জ্বর ও কাশি হলে বান্দা পাতা ও মূলের গুঁড়ো বানিয়ে ঘি দিয়ে খেলে জ্বর অনেকাংশে সেরে যায়।
advertisement
7/9
এছাড়া ফাইলেরিয়া নামক রোগ হলে এর মূলের গুঁড়ো তৈরি করে ঘি মিশিয়ে প্রতিদিন সকালে খেলে খুব উপকার পাওয়া যায়। মুখের ঘা হলে এর বাকল ও পাতার ক্বাথ দিয়ে গার্গল করলে উপকার পাওয়া যায়।
advertisement
8/9
অনেকেই এই বান্দা গাছ সম্পর্কে না জানলেও, এর অনেক উপকার। বান্দা গাছের সঠিক উপায়ে সেবনে অনেক কঠিন কঠিন রোগ সেরে যায়।
advertisement
9/9
এই আশ্চর্য ঔষধি গুণসম্পন্ন গাছটি জ্বর এবং ফাইলেরিয়াসিস নিরাময় করতে পারে! মুখে কখনও আলসার হবে না, একবার এটি সেবন করলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: জ্বর, ফাইলেরিয়ার মহাশত্রু! আলসার ছুঁতে পারবে না কখনও! এই ভাবে খেলেই হাজার রোগের ছুটি