TRENDING:

Dooars Trip: পুজোর আগেই বিরাট চমক! পর্যটকদের জন্য খুলছে অপরূপ এই জায়গা, ডুয়ার্স ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: পুজোর আগেই বিশেষ চমক ডুয়ার্সবাসীর জন্যে। পুজোর মরশুমে খুলতে চলেছে প্রজাপতি পার্কের দরজা, মিলল ইঙ্গিত। খবর প্রকাশ্যে আসতেই খুশি ডুয়ার্সের রামসাই এলাকার বাসিন্দারা এবং পর্যটকেরা।
advertisement
1/6
পুজোর আগেই বিরাট চমক! পর্যটকদের জন্য খুলছে অপরূপ এই জায়গা, ডুয়ার্স ঘুরে আসুন
*পুজোর আগেই বিশেষ চমক ডুয়ার্সবাসীর জন্যে! পুজোর মরশুমে খুলতে চলেছে প্রজাপতি পার্কের দরজা, মিলল ইঙ্গিত। খবর প্রকাশ্যে আসতেই খুশি ডুয়ার্সের রামসাই এলাকার বাসিন্দারা এবং পর্যটকেরা। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি। 
advertisement
2/6
*ফুলের বাহার এবং প্রজাপতির দলের নানা কাণ্ড-কীর্তি একইসঙ্গে উপভোগ করার সেরা ঠিকানা একসময়ে ছিল ডুয়ার্সের রামসাইয়ের প্রজাপতি পার্ক। তাই সঙ্গে আজ টাওয়ারে দাঁড়িয়ে দেখা যেত একশৃঙ্গ গন্ডার, জংলি হাতিদের জলঢাকা নদীতে জল খেতে আসার দৃশ্য। ফাইল ছবি। 
advertisement
3/6
*বলাই বাহুল্য, এখানে এলেই পর্যটকেরা মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রোমাঞ্চকর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ অনুভূতি অনুভব করতেন। কিন্তু, রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমশই প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় পর্যটকদের অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট রামসাই প্রজাপতি পার্ক। ফাইল ছবি। 
advertisement
4/6
*প্রশাসনের কাছে দাবি ছিল দ্রুত সংস্কার করে পুনরায় এই পার্কের দরজা খোলার। সেই মতোই এই পার্ক খোলার আভাস দিলেন বন দফতরের আধিকারিক ডিএফও দ্বিপ্রতিম সেন। পুজোয় এবার হারিয়ে যাওয়া সেই স্মৃতি ফিরে পেয়ে পারে পর্যটকরা। ফাইল ছবি। 
advertisement
5/6
*নানা ফুলের বাহার প্রাকৃতিক সৌন্দর্য প্রজাপতিদের মেলার পাশাপাশি একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে জংলি হাতি কিংবা জলঢাকা নদীর শান্ত প্রকৃতি অনুভবের জন্য ভীষণই জনপ্রিয় এই পার্ক চত্বর। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় পর্যটন ব্যবসায়ীদের ব্যবসাও ভালই চলত বলে ব্যবসায়ীদের দাবি। ফাইল ছবি। 
advertisement
6/6
*কিন্তু, আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়ে ব্যবসায়। অন্যদিকে, প্রজাপতি পার্কে ঘুরতে এসে মুখ ভার করে ফিরে যেতে হত পর্যটকদের। সেই প্রজাপতি পার্কের আমেজ এবার পুজোর মরশুমে পেতে পারে পুনরায় খুলতে চলেছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত দিলেন জলপাইগুড়ির বন দফতরের ডিএফও। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Trip: পুজোর আগেই বিরাট চমক! পর্যটকদের জন্য খুলছে অপরূপ এই জায়গা, ডুয়ার্স ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল