সেক্স করার ইচ্ছা বাড়াবে বেদানার রস !
Last Updated:
রিসার্চে দাবি করা হয়েছে যে মাত্র ১ গ্লাস বেদানার জুস খেলে শরীর ভাল থাকার পাশাপাশি সেক্স করার ইচ্ছা বেশ অনেকটা মাত্রায় বেড়ে যায় ৷
advertisement
1/5

ব্রেকফাস্টে সবসময় কোনও না কোন ফল খাওয়ার পরামর্শ দেওয়া ৷ ফল বা ফলের জুস প্রতিদিন খেলে যেমন শরীরের পক্ষে ভাল তেমনই যৌবন ধরে রাখতেও সাহায্য করে থাকে ৷ যে কোনও ফলের রস শরীরকে এনার্জি দেওয়ার পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করে ৷
advertisement
2/5
ফলের মধ্যে বেদানায় রয়েছে একাধিক গুণ যা শরীরের পক্ষে বেশ উপকারি ৷ একটি রিসার্চে দাবি করা হয়েছে যে মাত্র ১ গ্লাস বেদানার জুস খেলে শরীর ভাল থাকার পাশাপাশি সেক্স করার ইচ্ছা বেশ অনেকটা মাত্রায় বেড়ে যায় ৷
advertisement
3/5
সম্প্রতি করা একটি রিসার্চে বলা হয়েছে, বেদানার রস খেলে লিবিডো বাড়ে ৷ এডিনবার্গের Queen Margaret University এর মাধ্যমে করা রিসার্চে জানা গিয়েছে মহিলা বা পুরুষ প্রতিদিন বেদানার রস খেলে testosterone হরমোনের লেভেল অনেকটা মাত্রায় বেড়ে যায় ৷ এই রিসার্চ ২১ থেকে ৬৪ বছরের ব্যক্তিদের উপর করা হয়েছে ৷
advertisement
4/5
বয়সের সঙ্গে মহিলা ও পুরুষ দু’জনরেই যৌন ক্ষমতা কমতে থাকে ৷ পার্টনারকে শারীরিকভাবে তৃপ্ত করতে না পারার অক্ষমতায় ভোগেন অনেকেই । এর জেরে অনেক সময় ভেঙে যায় দীর্ঘ দিনের সম্পর্কও ৷ মানসিক অবসাদে ভোগেন অনেকেই ৷ কিন্তু লজ্জার কারণে অনেকেই যৌন সমস্যা নিয়ে কথা বলতে চান না ৷ আপনিও এরকম সমস্যায় ভুগলেন বেদনার রস খেয়ে দেখতে পারেন ৷
advertisement
5/5
পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে ফেসিয়াল হেয়ার গ্রোথ বাড়ে বেদানার রস খেলে ৷ মহিলাদের ক্ষেত্রে লিবিডো বাড়ার পাশাপাশি মাসেল ও হাড় মজবুত হয় ৷ বেদানায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট অধিক মাত্রায় রয়েছে ৷ অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে ৷