TRENDING:

কন্ডোম ব্যবহারে পচে যেতে পারে যৌনাঙ্গ ! কিছু বিষয়ে সতর্ক হন--

Last Updated:
advertisement
1/5
এই বিষয়ে সতর্ক না হলে কন্ডোম ব্যবহারে পচে যেতে পারে যৌনাঙ্গ !
ভায়াগ্রা থেকে নানা ওষুধ, স্টেরয়েড... সেক্স টাইম বাড়াতে অনেকে অনেক কিছুই করে থাকেন! তেমনটাই করলেন লখনউয়ের এক যুবক! দীর্ঘক্ষণ যৌন সুখ উপভোগ করবেন...! এই চাহিদা থেকেই বেচারা কিনে আনলেন ‘এক্সটেন্ডেড প্লেজার’-এর কন্ডোম! ব্যস! সুখ দূরে থাক ঘাড়ে চেপে বসল বিপত্তি! Photo Source: Collected
advertisement
2/5
নতুন ব্র্যান্ডের এই কন্ডোম ব্যবহার করতে গিয়ে মহা ফাঁপড়ে পড়লেন ওই যুবক! আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কন্ডোমটি পরতেই তাঁর যৌনাঙ্গ ফুলে উঠতে শুরু করে। অবাক হয়ে যান ৩০ বছর বয়সি যুবক। ফোলাভাব কিছুতেই কমে না! সঙ্গে মারাত্মক জ্বালা! যুবক ছুটলেন হাসপাতালে! Photo Source: Collected
advertisement
3/5
হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে দেখলেন, ওই কন্ডোম থেকেই যুবকের অ্যালার্জি হয়েছে। ফলে গোপনাঙ্গ ফুলে গিয়েছে। এরপর চলতে থাকে আরও নানা টেস্ট। অবশেষে চিকিৎসকেরা নিশ্চিত হন, নাহ! কোনও যৌন রোগ নয়, কন্ডোমের উপাদান বেনজোকেইন থেকেই ওই যুবকের অ্যালার্জি হয়েছে। সেই অ্যালার্জি থেকেই গ্যাংরিন হয়ে যায় যুবকের গোপনাঙ্গে। পচতে শুরু করে গোপনাঙ্গের মুখটি। Photo Source: Collected
advertisement
4/5
চিকিৎসকদের মতে, বেনজোকেইন এক ধরনের স্থানীয়ভাবে অবশ করে দেওয়ার ড্রাগ। সেক্স-এর সময় বাড়াতে ও শীঘ্রপতন আটকাতে এই ধরনের কন্ডোম ব্যবহার করা হয়। এই ধরনের ঘটনা নাকি প্রথম ধরা পড়ে ১৯৯৬ সালে । তার পর থেকে এরকম চারটে ঘটনা প্রকাশ্যে এল। Photo Source: Collected
advertisement
5/5
চিকিৎসকরা বারবার সতর্ক করছেন-- কন্ডোম ব্যবহার করুন। কিন্তু তার আগে ব্যক্তিকে জানতে হবে তাঁর কীসে কীসে অ্যালার্জি রয়েছে! সেই বুঝে কন্ডোম বাছতে হবে! দোকান থেকে পছন্দমতো কোনও কন্ডোম কিনে নিলেই হল না! তাতে হিতে বিপরীত ফল হবে! Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
কন্ডোম ব্যবহারে পচে যেতে পারে যৌনাঙ্গ ! কিছু বিষয়ে সতর্ক হন--
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল