High Blood Sugar Control Tips: ডায়াবেটিসে ব্রহ্মাস্ত্র! ব্লাডসুগার পালাবার পথ পাবেনা, ওষুধের থেকেও শক্তিশালী এই চার খাবার!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
High Blood Sugar Control Tips: ডায়াবেটিসের যম এই চার খাবার, ওষুধ ছাড়াই সুগার থাকবে নিয়ন্ত্রণে
advertisement
1/25

ডায়াবেটিস একটি ক্রনিক রোগ ৷ টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস শরীরে মারাত্মক তুলকালামের সৃষ্টি করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/25
ভারতে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা অত্যন্ত বেশি ৷ টাইপ ২ ডায়াবেটিসের জন্য দায়ি খারাপ খাবার, অত্যন্ত অসংযত লাইফস্টাইল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/25
অতিরিক্ত মাত্রায় মেদ, হাই কোলেস্টেরল, পরিবারের কারোর ডায়াবেটিসের ইতিহাস বা বংশের ডায়াবেটিসের ইতিহাস ৷ এই সমস্ত ঘটনাটিগুলির থেকে সাবধান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/25
যে কোনও বয়সেই শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে ৷ ডায়াবেটিস শুধুমাত্র নিয়ন্ত্রিত করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/25
ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত না করা যায় সেক্ষেত্রে ঝুঁকি বাড়তেই থাকে ৷ কেননা ব্লাডসুগার বাড়লে নানান ধরনের ঝুঁকি বাড়তেই থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/25
হার্ট, কিডনি, ফুসফুস ও চোখ এক্কেবারে শেষ করে দেয় ৷ লাইফস্টাইল ও খাদ্যাভাস পরিবর্তন করে ডায়াবেটিসে লাগাম পরানো সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/25
এইমসের প্রাক্তন পরামর্শদাতা, সাওল হার্ট সেন্টারের ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা বিমল ঝাঞ্ঝোর জানিয়েছেন ভারতে ক্রমেই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/25
কিন্তু কী করে ব্লাডসুগার নিয়ন্ত্রিত হবে এই নিয়েই বেশ খানিকটা কনিফিউজ থাকেন সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/25
বিশেষজ্ঞরা মনে করেন খাবার দাবারের বিষয় নিয়ন্ত্রিত করলেই ডায়াবেটিসে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/25
ব্লাডসুগার নিয়ন্ত্রণের পাঁচটি পদ্ধতি রয়েছে ৷ সেই পদ্ধতিগুলি প্রয়োগ করলেই আরও কোনও কিছুর প্রয়োজন হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/25
সহজেই ব্লাডসুগার নিয়ন্ত্রিত থাকবে ৷ বিশেষজ্ঞরা মনে করেন যে অতিরিক্ত মাত্রায় শর্করা জাতীয় খাবার দাবারই ডায়াবেটিসের বাড় বাড়ন্ত তৈরি করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/25
শর্করার প্রধানত ২ ধরনের হয়ে থাকে একটি সাধারণ কার্বোহাইট্রেড, কম্পলেক্স বা জটিল কার্বোহাইট্রেড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/25
সাধারণ শর্করার সেবনে চড়চড় করে ব্লাডসুগার বাড়ে তাই এই ধরনের খাবার একদমই খাওয়া উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/25
জটিল শর্করা সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে ৷ প্রশ্ন হল কীভাবে জানা বা বুঝতে পারা যাবে জটিল কার্বো হাইড্রেড জাতীয় খাবার চেনার উপায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/25
যে খাবার মিষ্টি সমৃদ্ধ সেটি সিম্পল বা সাধারণ শর্করা জাতীয় খাবার ৷ যেই খাবারে মিষ্টি জাতীয় উপাদান নেই সেই খাবার জটিল শর্করা সমৃদ্ধ খাবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/25
সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের মিষ্টি খাবার থেকে বাঁচতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/25
ডায়াবেটিসের রোগীরা যদি ব্লাডসুগার নিয়ন্ত্রিত করতে চান সেক্ষেত্রে ব্লাডসুগারের রোগীদের ব্যালান্স করতে হয় খাবার দাবারের ব্যাপারে ভরপেট না খেয়ে, অল্প অল্প বারেবারে খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/25
মনে রাখতে হবে কোনও ভাবেই যেন পেট না খালি থাকে ৷ দিনে কমপক্ষে চারবার খাবার খেতে হবে খালি পেটে একদমই থাকা চলবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/25
ডায়াবেটিসে আক্রান্ত মানুষেরা খাবার পরে একটুখানি গুড় সেবন করুন এতে শর্করা ভেঙে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/25
যে যে খাবারে খুব ক্যালোরি আছে বা লো ক্যালোরি সম্পন্ন খাবার খাওয়া উচিৎ ৷ লো ক্যালোরি বা কম ক্যালোরিযুক্ত খাবার ব্লাডসুগারের স্তর নির্ম্যাল থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/25
যেমন আপেল, পেয়ারা, পেঁপে, বেদানা, তরমুজ ব্লাডসুগারের জন্য খাওয়া যেতে পারে ৷ এই ফলে শর্করার মাত্রা কম থাকে তাই ডায়াবেটিসে এই ফল খাওয়া অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/25
ফাইবার যুক্ত খাবার ওজন কমাতে বা ডায়াবেটিসের নিয়ন্ত্রণে বিশেষ ভাবে ভূমিকা গ্রহণ করে ৷ ফাইবার গ্লুকোজকে ধীর গতি সম্পন্ন করে দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
23/25
ডায়াবেটিসে আক্রান্তদের প্রতিটি খাবারে কম করে ৮ গ্রাম করে ফাইবার থাকা উচিৎ, বিভিন্ন প্রকার ফাইবার যুক্ত খাবার যেমন ফল, স্টার্চহীন খাবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
24/25
শাকপাতা, বিভিন্ন ধরনের ফাইবার যুক্ত ফল, ফুলকপি, ব্রোকলি, ছোলা, ডাল, সাবান, গম, পাস্তা, পাউরুটি, সবজি, ইত্যাদি খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
25/25
উপরোক্ত বিষয়গুলি ঘরোয়া টোটকা চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
High Blood Sugar Control Tips: ডায়াবেটিসে ব্রহ্মাস্ত্র! ব্লাডসুগার পালাবার পথ পাবেনা, ওষুধের থেকেও শক্তিশালী এই চার খাবার!