Health Problem: হঠাৎ জ্বর, চোখের পিছনে ব্যথা! দানা বাঁধতে পারে ভয়ঙ্কর রোগ, সতর্ক করলেন চিকিৎসকরা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Health Problem: বাঁকুড়া জেলা তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ধুম জ্বরের প্রকোপ। হঠাৎ করে বিনা কারণে চলে আসছে জ্বর
advertisement
1/9

বাঁকুড়া: প্রচন্ড জ্বর এসেছে আপনার? কি করবেন বুঝতে পারছেন না? ডেঙ্গি- ম্যালেরিয়া নাকি স্কার্ব টাইফাস ? এইসব প্রশ্ন শুধু আপনার একার হচ্ছে এমনটা নয়। (প্রতীকী ছবি)
advertisement
2/9
বাঁকুড়া জেলা তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ধুম জ্বরের প্রকোপ। হঠাৎ করে বিনা কারণে চলে আসছে জ্বর। ভুল করেও ভাইরাল ফিভার ভেবে অবহেলা করবেন না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধতে পারে, ভয়ানক ডেঙ্গি কিংবা স্কার্ব টাইফাস? সাধারণ মানুষের জ্বর নিত্যদিন লেগেই আছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
জ্বরকে উপেক্ষা করে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। তারপর সেই জ্বর যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন টনক নড়লে অনেকটাই দেরি হয়ে যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
তবে কি করে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে নাকি স্কার্ব টাইফাস? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ও হাসপাতালের সুপার সপ্তর্ষি চ্যাটার্জির জানান,"ডেঙ্গি কিংবা স্কার্ব টাইফাস উপসর্গ দেখে বোঝা যায় না। যদি ধুম জ্বর দুই দিনের বেশি থাকে এবং জ্বরের সঙ্গে পায়ের হাড়ে ব্যথা কিংবা চোখের পিছনে ব্যথা শুরু হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে আসতে হবেই হবে"।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
ইতিমধ্যে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন ডেঙ্গির রোগী। তার মধ্যে প্রত্যেকেরই অবস্থার উন্নতি ঘটেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
মূলত বাচ্চাদের ক্ষেত্রে একটি ভাইরাল ফিভার প্রচণ্ডভাবে দানা বেঁধেছে জেলা বাঁকুড়ায়। ছোট ছোট শিশুদের জ্বরের সঙ্গে শুরু হয়েছে পেট খারাপ এবং বিভিন্ন সমস্যা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/9
বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রযোজ্য হলেও বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই জ্বর সপ্তাহ পার করতে পারে। ডেঙ্গি কিংবা স্কার্ব টাইফাসের মধ্যে ডেঙ্গি হচ্ছে বেশি সংকট জনক, এমনটাই জানালেন সুপার। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/9
নিয়মিত রক্তের প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা গণনা করতে বলছেন তিনি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান," নিকটবর্তী যেকোনও ল্যাবে গিয়ে নিয়মিত প্লেট কাউন্ট চেক করানো উচিত প্রত্যেকেরই।"(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay) নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Problem: হঠাৎ জ্বর, চোখের পিছনে ব্যথা! দানা বাঁধতে পারে ভয়ঙ্কর রোগ, সতর্ক করলেন চিকিৎসকরা