TRENDING:

নলেন গুঁড়ের ম্যাজিক ! কমবে ওজন, বদহজম সারবে চট করে

Last Updated:
খাদ্যে স্বাদ বাড়ানোর পাশাপাশি নলেন গুড়ের আরও কী কী শারীরিক উপকারে আছে, জানেন?
advertisement
1/6
নলেন গুঁড়ের ম্যাজিক ! কমবে ওজন, বদহজম সারবে চট করে
বাতাসে হিমের লাগা মানেই ঘরে ঘরে মোয়া, পায়েস, পিঠে-পুলির সম্ভার। আর শীতের মিষ্টি মানেই তাতে যোগ হবে নলেন গুড়। খাদ্যে স্বাদ বাড়ানোর পাশাপাশি নলেন গুড়ের আরও কী কী শারীরিক উপকারে আছে, জানেন? (Photo collected)
advertisement
2/6
প্রতি দিন একটু করে গুড় খেলে খাবার দ্রুত হজম হয়, বদহজমজনিত সমস্যাও থাকে না। (Photo collected)
advertisement
3/6
পিরিয়ড আগে ও পিরিয়ডের সময় যে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন মেয়েরা, গুড় থেকে সে সমস্যার সমাধান হয়। হরমোনের সমতা রক্ষা ছাড়াও গুড় ‘হ্যাপি হরমোন’-এর ক্ষরণ বাড়িয়ে এই সমস্যাগুলিকে দূরে রাখে। (Photo Collected)
advertisement
4/6
গুড় শীতকালে শরীরকে গরম রাখতেও সাহায্য করে। ফলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে লড়তে সুবিধা হয়। (Photo collected)
advertisement
5/6
গুড়ে থাকা আয়রন আমাদের হিমোগ্লোবিনে আয়রনের ভারসাম্য বজায় রাখে। রক্তাল্পতার রোগীদের ডায়েটে তাই গুড় খুব উপকারী। (Photo collected)
advertisement
6/6
গুড়ের কার্বোহাইড্রেটের রক্তের সঙ্গে দ্রুত মিশে যেতে পারে আবার রক্তে বেশি ক্ষণ থাকতেও সক্ষম। তাই হঠাৎ গ্লুকোজ কমে যাওয়ার ভয় থাকে না। (Photo collected)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নলেন গুঁড়ের ম্যাজিক ! কমবে ওজন, বদহজম সারবে চট করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল