TRENDING:

অর্গাজমের জন্য প্লিজ ইলেক্ট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন না, মহিলাদের সতর্ক করছেন ডাক্তাররা

Last Updated:
সে দেশে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একজন মহিলা সেক্স টয় দিয়ে ৪ সেকেন্ড বেশি অর্গাজম অনুভব করতে পারেন৷ তাই অনেকে আরও বেশি অর্গাজমের জন্য ইলেক্ট্রিক টুথব্রাস ব্যবহার করছেন ভ্যাজাইনায়৷ যা আদতে বিপজ্জনক বলে জানাচ্ছেন ডাক্তাররা৷
advertisement
1/5
অর্গাজমের জন্য ইলেক্ট্রিক টুথব্রাশ নয়, মহিলাদের সতর্ক করছেন ডাক্তাররা
সমস্যাটা দেখা দিয়েছে ব্রিটেনে৷ যৌনতাকে আরও বেশি করে উপভোগ ও তৃপ্তির পর্যায়ে নিয়ে যেতে এখন ব্রিটেনের মহিলারা ঘরের নানা সাংসারিক জিনিসও বাদ দিচ্ছেন না৷ যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন ব্রিটেনের ডাক্তাররা৷
advertisement
2/5
শেষ পর্যন্ত, টুথব্রাশ দিয়ে স্বমেহন করার বিষয়ে সতর্ক করতে হচ্ছে চিকিত্‍সকদের৷ এমনকী যোনীতে চকোলেট ঢালতেও নিষেধ করছেন তাঁরা৷ আসলে ব্রিটেনে যৌনতায় মহিলাদের মধ্যে ফুড অ্যান্ড সেক্সের প্রবণতা দেখা দিয়েছে৷ চিকিত্‍সকরা বলছেন, গোপনাঙ্গে যেন কোনও ভাবেই কোনও রকম খাদ্য সামগ্রী ব্যবহার করা হয়৷
advertisement
3/5
সে দেশে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একজন মহিলা সেক্স টয় দিয়ে ৪ সেকেন্ড বেশি অর্গাজম অনুভব করতে পারেন৷ তাই অনেকে আরও বেশি অর্গাজমের জন্য ইলেক্ট্রিক টুথব্রাস ব্যবহার করছেন ভ্যাজাইনায়৷ যা আদতে বিপজ্জনক বলে জানাচ্ছেন ডাক্তাররা৷
advertisement
4/5
লন্ডনের নামী গাইনোকোলজিস্ট অ্যানে হেন্ডারসন জানাচ্ছেন, দাঁত মাজার জন্য ব্যবহৃত জিনিস যোনীতে ব্যবহার করলে বিপদ যে কোনও সময় ঘটতে পারে৷ তাঁর কথায়, 'বর্তমানে এই ট্রেন্ড চলছে৷ ইলেক্ট্রিক টুথব্রাশ দিয়ে অর্গাজম৷ আমি বেশি চিন্তিত৷ ইলেক্ট্রিক টুথব্রাশ দাঁত মাজা ছাড়া আর কোনও কিছুর জন্যই ব্যবহার করা ঠিক নয়৷'
advertisement
5/5
তিনি বলছেন, 'ইলেক্ট্রিক টুথব্রাশ যোনীতে ক্ষত তৈরি করতে পারে৷ বিশেষ করে ক্লিটোরিসে৷ প্রথম বোঝা না-গেলেও পরে সেই ক্ষত মারাত্মক আকার নিতে পারে৷'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অর্গাজমের জন্য প্লিজ ইলেক্ট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন না, মহিলাদের সতর্ক করছেন ডাক্তাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল