Dengue Symptoms: বর্ষায় ঠান্ডা লাগা নাকি ডেঙ্গু? বাড়ছে রোগের দাপট! অবহেলা না করে জানুন ডেঙ্গুর লক্ষণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dengue Symptoms: ডেঙ্গুর লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এতে প্রবল জ্বর, মাথাব্যথা, গাঁটে গাঁটে এবং পেশিতে ব্যথা, ফুসকুড়ি এবং ক্লান্তি থাকতে পারে। গুরুতর আকার নিলে এই রোগ প্রাণঘাতীও হতে পারে।
advertisement
1/10

ডেঙ্গু আবার মাথা চাড়া দিয়েছে। ভারতে বর্ষা এলেই ডেঙ্গু রোগের দাপট বেড়ে যায়। ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা এডিস মশা থেকে ছড়ায়। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি বিশ্বের অনেক অংশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/10
শারদা হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের সহকারি অধ্যাপক ড. শ্রেয় শ্রীবাস্তব বলেছেন, ডেঙ্গু জ্বর হল একটি মশাবাহিত রোগ যা বিশ্বের উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। ‘এডিস এইজিপ্টি’-এর বিভিন্ন প্রজাতির স্ত্রী মশা এই রোগের কারণ। পরিষ্কার জলে এডিস মশা ডিম পাড়ে।
advertisement
3/10
ডেঙ্গুর লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এতে প্রবল জ্বর, মাথাব্যথা, গাঁটে গাঁটে এবং পেশিতে ব্যথা, ফুসকুড়ি এবং ক্লান্তি থাকতে পারে। গুরুতর আকার নিলে এই রোগ প্রাণঘাতীও হতে পারে। তাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম বলা হয়।
advertisement
4/10
ড. শ্রীবাস্তব ডেঙ্গুর যে লক্ষণগুলি উল্লেখ করেছেন- ডেঙ্গু জ্বর ১০৪ F বা ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জ্বর উঠতে পারে।
advertisement
5/10
লক্ষণ ও উপসর্গ: জ্বর-সহ ঠান্ডা লাগা, মাথাব্যথা, পেশি, হাড় বা জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, চোখের পিছনে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, গায়ে লাল রঙের ফুসকুড়ি।
advertisement
6/10
ডেঙ্গু জ্বর গুরুতর হয়ে উঠলে তার লক্ষণ: প্রচণ্ড পেট ব্যাথা, ক্রমাগত বমি হওয়া, মাড়ি বা নাক থেকে রক্তপাত, প্রস্রাবে রক্ত, মলে রক্ত বা বমিতে, ত্বকের নীচে রক্তপাত, শ্বাসকষ্ট।
advertisement
7/10
ঝুঁকির কারণ- আপনি যদি উপক্রান্তীয় অঞ্চলে বাস করেন বা ভ্রমণ করেন। এ ছাড়া যদি আপনার এর আগে ডেঙ্গু জ্বর হয়ে গিয়ে থাকে, তাহলেও ঝুঁকি।
advertisement
8/10
সতর্কতা- ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতা পালন করা দরকার। ড. মিশ্রর কথায়, “মশার প্রজনন স্থান নির্মূল করা অপরিহার্য। কারণ এডিস মশা জমা জলে বংশবৃদ্ধি করে। নিয়মিতভাবে জমা জলের বাসন বা পাত্র খালি করা এবং পরিষ্কার করা দরকার। জল রাখার পাত্রগুলিকে ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। লম্বা হাতা এবং প্যান্টের মতো পোশাক পরা এবং মশা নিরোধক ব্যবহার করা উচিত।
advertisement
9/10
চিকিৎসা- ডাক্তারের পরামর্শ নিন। নিজেকে হাইড্রেটেড রাখুন। কমপক্ষে ৩ থেকে ৪ লিটার জল দিনে খেতে হবে। পাশাপাশি দিনে একটি করে ডাবের জল খেতে হবে। নিজে নিজে ওষুধ বেছে খাবেন না।
advertisement
10/10
টিকা- বিশ্বের যেসব অঞ্চলে ডেঙ্গু জ্বর সাধারণ, সেখানে একটি ডেঙ্গু জ্বরের ভ্যাক্সিন (ডেঙ্গভ্যাক্সিয়া) ৯ থেকে ৪৫ বছর বয়সি মানুষের জন্য অনুমোদিত।য় যাদের ইতিমধ্যে অন্তত একবার ডেঙ্গু জ্বর হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dengue Symptoms: বর্ষায় ঠান্ডা লাগা নাকি ডেঙ্গু? বাড়ছে রোগের দাপট! অবহেলা না করে জানুন ডেঙ্গুর লক্ষণ