TRENDING:

Dengue precautions for children: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! এই সহজ উপায়ে নিরাপদে রাখুন আপনার বাচ্চাকে

Last Updated:
Dengue precautions for children: মশাবাহিত এই অসুখ থেকে কী করে নিরাপদে সুরক্ষিত রাখবেন আপনার শিশুকে?
advertisement
1/6
চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! এই সহজ উপায়ে নিরাপদে রাখুন আপনার বাচ্চাকে
বর্ষার হাত ধরেই হাজির এই মরশুমের নানা রোগব্যাধি৷ সেগুলির মধ্যে অন্যতম ডেঙ্গি৷ মশাবাহিত এই অসুখ প্রতি বর্ষাতেই সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ মশাবাহিত এই অসুখ থেকে কী করে নিরাপদে সুরক্ষিত রাখবেন আপনার শিশুকে? জানুন শিশুরোগ বিশেষজ্ঞ অমিত গুপ্তা কী বলছেন৷
advertisement
2/6
ডেঙ্গির উপসর্গ নিয়ে অবহিত হোন প্রথম থেকেই৷ মশাবাহিত এই অসুখের উপসর্গ নিয়ে জানা থাকলে বিপদ এড়ানো যায়৷ মাথাব্যথা, জ্বর, বমি, চোখের পিছনে ব্যথা, ক্লান্তি, ত্বকে লাল গোল গোল দাগ-এই লক্ষণগুলি সাধারণ ভাইরাল জ্বরেও হয়৷ কিন্তু এই শারীরিক উপসর্গকে কখনওই হাল্কাভাবে নেবেন না৷
advertisement
3/6
বাচ্চাদের শরীর আবৃত করে রাখে, এরকম পোশাক পরান৷ ফুলহাতা জামা, ফুলপ্যান্ট পরাবেন যখন বাচ্চা বাইরে পার্কে খেলতে যাচ্ছে৷ সম্ভব হলে স্কুলের ইউনিফর্মও বর্ষাকালে ফুলস্লিভ হওয়াই বাঞ্ছনীয়৷ মত শিশুরোগ বিশেষজ্ঞর৷
advertisement
4/6
বাজারে অনেক মসকিটো রেপেল্যান্টস পাওয়া যায়৷ ডাক্তারের সঙ্গে কথা বলে বেছে নিন আপনার বাচ্চার জন্য সেরা অপশন৷ ত্বকে কোনও সমস্যা না হলে মশানিরোধক সেই ক্রিম ব্যবহার করতে পারেন৷
advertisement
5/6
অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন সি সাহায্য করে রোগ প্রতিরোধ শক্তি তৈরি করতে৷ বাচ্চার ডায়েটেও সেই উপাদান প্রচুর পরিমাণে রাখুন৷ পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি খেতে হবে৷
advertisement
6/6
বাড়ির বাইরে বিপদ আর বাড়ির ভিতরে নিরাপদ-এই ধারণা ঠিক নয়৷ ডেঙ্গির জীবাণুবাহিত মশা বাড়িতেও জন্মাতে পারে৷ বাড়ির ভিতরে ও বাইরে জল ও আবর্জনা জমতে দেবেন না৷ পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন৷ যাতে কোনওমতেই মশার বংশবৃদ্ধি না হতে পারে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dengue precautions for children: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! এই সহজ উপায়ে নিরাপদে রাখুন আপনার বাচ্চাকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল