Diabetes | High Blood Sugar: রান্নাঘরে থাকা এই ক'টা উপাদানই নিয়ন্ত্রণে রাখতে পারে ডায়াবেটিস, জেনে রাখুন সেগুলো কী কী, হবে দুর্দান্ত লাভ
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Herbs Control Blood Sugar: ভেষজ উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ: ডায়াবেটিস এমন একটি রোগ, যাতে কম ইনসুলিন উৎপন্ন হয়। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়৷ কিন্তু, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইনসুলিন কম তৈরি হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ হয় না। অর্থাৎ, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একেই ব্লাড সুগার বলে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবার দাবারের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়৷ নিয়মিত হাঁটাহাঁটি করতে হয়৷ শর্করা নিয়ন্ত্রণে আপনার রান্নাঘরে থাকা এই কটা জিনিসও অত্যন্ত কার্যকর হয়৷ সেগুলি কী কী, দেখে নিন৷
advertisement
1/6

ভেষজ উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ: ডায়াবেটিস এমন একটি রোগ, যাতে কম ইনসুলিন উৎপন্ন হয়। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়৷ কিন্তু, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইনসুলিন কম তৈরি হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ হয় না। অর্থাৎ, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একেই ব্লাড সুগার বলে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবার দাবারের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়৷ নিয়মিত হাঁটাহাঁটি করতে হয়৷ শর্করা নিয়ন্ত্রণে আপনার রান্নাঘরে থাকা এই কটা জিনিসও অত্যন্ত কার্যকর হয়৷ সেগুলি কী কী, দেখে নিন৷
advertisement
2/6
দারচিনি - এটি একটি সুগন্ধিযুক্ত ভেষজ যা সহজেই রক্তে শর্করা কমাতে পারে। একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, দারচিনি খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
advertisement
3/6
মেথি- মেথি ত্বক ও পেট সংক্রান্ত সমস্যার সমাধান করে। মেথি বীজ দিয়েও মেটাবলিজম সংক্রান্ত রোগেরও চিকিৎসা করা যায়। মেথি ব্লাড সুগার কমাতেও সাহায্য করে। আপনি খাবারে যে কোনও ভাবে মেথির ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
আদা- আয়ুর্বেদে আদা সর্দি-কাশি নিরাময় করে। এর পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আদা কিন্তু ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করে। আদার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর পাশাপাশি আদা উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমায়। ছবি: ক্যানভা
advertisement
5/6
অ্যালোভেরা-অ্যালোভেরা অনেক দেশে বিকল্প ওষুধের সমার্থক। অনেক রোগের চিকিৎসায় অ্যালোভেরা অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, অ্যালোভেরা দীর্ঘস্থায়ী রোগ কমাতে সাহায্য করে। এটি রক্তে শর্করার হার দ্রুত কমিয়ে দেয়। ছবি: ক্যানভা
advertisement
6/6
হলুদ- হলুদ নানাভাবে ওষধি গুণে পরিপূর্ণ। এটি ব্লাড সুগারও কমায়। এটিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি অ্যাথেরোস্ক্লেরোটিক বৈশিষ্ট্য রয়েছে। হলুদ অ্যান্টি-ডায়াবেটিক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes | High Blood Sugar: রান্নাঘরে থাকা এই ক'টা উপাদানই নিয়ন্ত্রণে রাখতে পারে ডায়াবেটিস, জেনে রাখুন সেগুলো কী কী, হবে দুর্দান্ত লাভ