Health Care-Eye Care: চোখের অপারেশন হলে কালো চশমা কেন পরে জানেন? হাঁটার সঙ্গেও রয়েছে সম্পর্ক! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Health care-Eye care: অন্ধদের তো পরতেই দেখা যায় কালো চশমা! সামান্য ছানির অপারেশন হলেও কেন পরে এই চশমা? কারণ অবাক করবে
advertisement
1/5

তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ব্যক্তি অন্ধ বা যাদের চোখে কিছু সমস্যা আছে তাদের তারা কেবল গাঢ় কালো চশমা পরেন। কালো চশমার সঙ্গে চোখের সম্পর্ক কী? জানলে অবাক হবেন! photo source collected
advertisement
2/5
মনে হতেই পারে কালো চশমার বদলে সানগ্লাস পরলেও তো হয়! কিন্তু বিষয়টা একেবারেই এতটা সহজ নয়! photo source collected
advertisement
3/5
শুধু অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরেন তা নয়, যাদের চোখে সংক্রমণ আছে বা ছানির মতো অপারেশন হয়েছে তারাও কালো চশমা ব্যবহার করেন। কিন্তু কেন? photo source collected
advertisement
4/5
একজন অন্ধের চোখ পুরোপুরি নষ্ট হয় না, অনেক অংশে কাজ করে। একজন অন্ধ চক্ষুরোগী সূর্যের আলোতে গেলে সাধারণ মানুষের চোখের চেয়ে তার চোখ বেশি কষ্ট পায়। তাদের চোখ জ্বলতে থাকে। কখনো কখনো এই ব্যাথা এতটাই অসহ্য হয় যে ওই আক্রান্ত ব্যক্তি হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেন। photo source collected
advertisement
5/5
ঠিক এই কারণেই গাঢ় কালো রঙের চশমা সূর্যের রশ্মি চোখে পৌঁছতে দেয় না, ফলে চোখ বিশ্রাম পায়। তাই অন্ধ ও চক্ষু রোগীদের বিশেষ ধরনের গাঢ় রঙের চশমা দিয়ে থাকেন চিকিৎসকরা। যা একেবারেই সানগ্লাসের থেকে আলাদা!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Care-Eye Care: চোখের অপারেশন হলে কালো চশমা কেন পরে জানেন? হাঁটার সঙ্গেও রয়েছে সম্পর্ক! জানুন