Beyonce’s Diet: একটা মাত্র পানীয়, যা খেয়ে সুপার স্টার বিয়ন্সে একমাসে ৩৮ কিলো ওজন কমিয়েছিলেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই! কত শত ডায়েট, কত শত ব্যায়াম... কিছুতেই কিছু হল না! কিন্তু জানেন কি, একটি মাত্র উপায়ে প্রতিদিন কমকরে ১ কেজি ওজন কমানো সম্ভব! ডায়েটের নাম “Beyonce’s Diet” । শুধুমাত্র একটা পানীয়, যা খেয়ে সুপার স্টার বিয়ন্সে একমাসে ৩৮ কিলো ওজন কমিয়েছিলেন। তাই তাঁর নামেই ডায়েটের নামকরণ । Photo Source: Collected
advertisement
2/6
পানীয় বানাতে লাগবে- ৮ কাপ জল, ৬টি পাতি লেবু (রস বের করে নেওয়া), অর্ধেক কাপ মধু, ১০ টি পুদিনা পাতা, কয়েক কুচি বরফ Photo Source: Collected
advertisement
3/6
যেভাবে বানাবেন-- জল হালকা গরম করে লেবুর রস, মধু, পুদিনা পাতা মিশিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে এক কাপ মিশ্রণে একটি মাত্র বরফের কুচি মিশিয়ে খান। Photo Source: Collected
advertisement
4/6
খাওয়ার নিয়ম-- প্রতিদিন সকালে খালিপেটে এই পানীয়টা খেতে হবে। এরপর ব্রেকফাস্টে খাবেন শুধুমাত্র স্যালাড আর ফল। সকাল ১১ টায় আরেক গ্লাস পানীয় খান। সঙ্গে চাইলে অল্প বাদাম খেতে পারেন। দুপুরের খাবারে খান একটি ডিম সিদ্ধ ও স্যালাড বিকেল ৪টের সময় আরেক গ্লাস পানীয় আর আপনার পছন্দের ফল খান রাতের খাবারে ১০০ গ্রাম মাছ বা মাংস বা সোয়াবিন খান। সঙ্গে স্যালাড। রাতের খাবারের ২ ঘণ্টা পর আরেক গ্লাস পানীয় খেতে হবে। Photo Source: Collected
advertisement
5/6
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে লেবুর রস খুব দ্রুত শরীরের মেদ কমাতে সাহায্য করে থাকে। এমনকী একদিনে ১ কেজি পর্যন্ত ওজন কমিয়ে থাকে। চিকিৎসকেরা বলে, লেবুর রস চর্বি পুড়াতে সাহায্য করে থাকে। পাশাপাশি, শরীরের টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। Photo Source: Collected
advertisement
6/6
তবে, মাথায় রাখবেন, পানীয়টা খেতে হবে নিয়ম মেনে । একমাস টানা খেয়ে দেখুন ! ওজন কমতে বাধ্য ! Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beyonce’s Diet: একটা মাত্র পানীয়, যা খেয়ে সুপার স্টার বিয়ন্সে একমাসে ৩৮ কিলো ওজন কমিয়েছিলেন