Tamarind Health Benefits: তেঁতুল খেলেই ভাল হবে পুরুষদের যৌন-স্বাস্থ্য! বহু জটিল রোগ দূর করে! জানুন চিকিৎসকের মত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Tamarind Health Benefits: শরীরের জন্য দারুণ ভাল তেঁতুল। এক টুকরো মুখে দিলেই বহু রোগে মুক্তি! তেঁতুলের উপকার জানলে অবাক হবেন
advertisement
1/8

সাধারণ ভাবে তেঁতুল খেতে পছন্দ করেন বেশিরভাগ মহিলারাই। তবে এই টক ফলের গুরুত্ব যেকোনও মানুষের জন্য রয়েছে বেশ অনেকটা।
advertisement
2/8
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, সম্পূর্ণ শরীরের জন্য একাধিক উপকারিতা লুকিয়ে রয়েছে এই টক ফলের মধ্যে। যা অনেকের অজানা।
advertisement
3/8
তেঁতুল খেলে শরীরের ভাল কোলেস্টেরল বৃদ্ধি পায়। অন্যদিকে, খারাপ কোলেস্টেরল কমে যায়। তেঁতুল শরীরের অতিরিক্ত চর্বি কাটাতেও দারুণ ভাবে সাহায্য করে থাকে।
advertisement
4/8
নিয়মিত তেঁতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এটি ফাইবার সমৃদ্ধ তাই তেঁতুল কোষ্ঠকাঠিন্যর ঔষধ হিসেবে ব্যবহার হয়। এছাড়া এটি অন্ত্রের গতিবিধি সহজ করে।
advertisement
5/8
তেঁতুলের নির্যাস গ্রহণ লিভারের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায়। এতে থাকা প্রোকিয়ানিডিন গুলো লিভারের ফ্রি র‍্যাডিকাল ক্ষতির বিরুদ্ধেও লড়াই করতে দারুণ ভাবে সাহায্য করে।
advertisement
6/8
তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও এটি হার্টের স্বাস্থ্য ভাল রাখে। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য গলা ব্যথা বা জয়েন্টে ব্যথা দূর করে সহজেই।
advertisement
7/8
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন-C রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে মানব শরীরের। সর্দি, কাশি, ফ্লু সহজেই দূর করে এটি।
advertisement
8/8
যেহেতু তেঁতুল উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। তাই এটি সহজে ক্যানসারের কোষগুলিকে শরীর থেকে নির্মূল করে দিতে পারে। এছাড়া বুক ধড়ফর ও মাথা ঘোরানো কমায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tamarind Health Benefits: তেঁতুল খেলেই ভাল হবে পুরুষদের যৌন-স্বাস্থ্য! বহু জটিল রোগ দূর করে! জানুন চিকিৎসকের মত