Health Benefits Of Black Cumin: কালোজিরে খেতে হবে এই নিয়মে! শীতকালীন সব রোগের ছুটি! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Health Benefits Of Black Cumin: শীতকাল মানেই জ্বর-সর্দি-কাশি আরও অনেক রোগ! কালোজিরেতেই সব রোগে মুক্তি!
advertisement
1/9

বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মশলা। তবে এর মধ্যে অন্যতম মশলার উপকরণ হল কালো জিরে। যা কমবেশি প্রচুর কাজে ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
2/9
সাধারণ দেখতে এই মশলা কালো জিরের মধ্যেও রয়েছে নানা গুণাগুণ। এই কালো জিরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা থেকে শুরু করে শরীরের বিভিন্ন উপকারে লাগে।
advertisement
3/9
আয়ুর্বেদিক চিকিৎসক তুহিন সেন শর্মা জানান,
advertisement
4/9
কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হয়।
advertisement
5/9
১ থেকে দুই চা-চামচ কালোজিরার তেল মাথায় ভালভাবে লাগালে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে দুই সপ্তাহ খেলে মাথা ব্যাথা দূর হয়।
advertisement
6/9
সর্দি বসে গেলে কালিজিরা বেটে কপালে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকলে কফ তরল হয়ে বেরিয়ে যায়।
advertisement
7/9
এক চা-চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরার তেল সমপরিমান মধু দৈনিক ৩ বার করে দুই সপ্তাহ খেলে ব্যথা দূর হয় ও চর্ম রোগ দূর হয়।
advertisement
8/9
এক চা-চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু সহ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ থাকে। এটি নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে ও উচ্চ রক্তচাপকে হ্রাস করে।
advertisement
9/9
হাঁপানী বা শ্বাসকষ্ট জনিত সমস্যার ক্ষেত্রে কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার বাটা রাখুন খাদ্য তালিকায়। উপশম হবে হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits Of Black Cumin: কালোজিরে খেতে হবে এই নিয়মে! শীতকালীন সব রোগের ছুটি! জানুন চিকিৎসকের মত