শীতের ডায়েটে প্রতিদিন একটা করে আমলকি, ব্যাস তাহলেই কামাল! চকচকে হবে ত্বক,পালাবে সব রোগ!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Amla Benefits in Winter: শীতের দিনে ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে , উজ্জ্বলতা কমে যাচ্ছে , চিন্তা নেই ডায়েটে রাখুন এই ফল তাহলেই মিলবে চকচকে ত্বক!
advertisement
1/6

সহজলভ্য ফল আমলকি। বহু গুণাগুণে সম্পূর্ণ এই ফল। তবে শীতে এই ফলের জুড়ি মেলা ভার।
advertisement
2/6
ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ একটি ফল হল আমলকি। ত্বকের প্রতিটি কোষ সচল রাখতে সহায়তা করে আমলকি।
advertisement
3/6
বাচ্চা থেকে বড় সকলেই এই ফল খেতে পারেন। তবে শীতকালে আমলকির উপকারিতা অনেক বেশি রয়েছে। বিশেষ করে ত্বকের জন্য শীতে প্রতিদিন একটি করে আমলকি খাওয়া উচিত।
advertisement
4/6
শীতকালে হজমে সমস্যা হয় সেই কারণে ত্বকে ব্রন হতে দেখা যায়। আমলকি হজমশক্তি বাড়ায়। বদহজম, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও দূর করে। ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
advertisement
5/6
প্রতিদিন একটা করে আমলকি খেলে শীতেও ত্বকের গ্লো বাড়বে। দাগ-ছোপ হবে না। ত্বকের রুক্ষ ভাব কমবে। এছাড়া সর্দি-কাশি সম্ভাবনা কম হবে।
advertisement
6/6
শীতে ত্বক প্রচণ্ড আর্দ্র হয়ে পড়ে। ডায়েটে আমলকি রাখলে ত্বকের উজ্জল হয়। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এতে ত্বকের জেল্লা বাড়ে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতের ডায়েটে প্রতিদিন একটা করে আমলকি, ব্যাস তাহলেই কামাল! চকচকে হবে ত্বক,পালাবে সব রোগ!