কলা খেলে দূরে থাকবে HIV, দাবি গবেষণার
Last Updated:
BanLec মানব শরীরে AIDS, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাস গুলিকে বিষণ করে দেয়
advertisement
1/4

বিশ্বব্যাপী HIV ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় সাড়ে তিন কোটির বেশি মানুষ বলে জানা গিয়েছে। প্রতি বছর নতুন করে আরও ১৮ লাখের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই আর এই মারণ রোগের হাত থেকে আমাদের বাঁচাতে পারে কলা।
advertisement
2/4
এই তথ্য জানিয়েছে আমেরিকান গবেষকদের একটি দল। তাঁদের দাবি কলার মধ্যে যে প্রোটিন রয়েছে তার নাম ব্যানানা ল্যাকটিন। এই ল্যাকটিন মানব শরীরের কোষ গুলির মধ্যে ভাইরাস সংক্রমণকে প্রতিরোধ করতে পারে।
advertisement
3/4
গবেষকদের মতে BanLec (ব্যানানা ল্যাকটিন) মানব শরীরে এইডস, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাস গুলিকে বিষণ করে দেয়।
advertisement
4/4
গবেষকদের মতে BanLec (ব্যানানা ল্যাকটিন) মানব শরীরে এইডস, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাস গুলিকে বিষণ করে দেয়।