Health And Beauty Tips: এই নিয়মে ব্যবহার করুন গোলাপ...ত্বকের বলিরেখা, দাগ-ছোপ, ট্যান দূর হবে ৭ দিনে, কমবে ওজন, পেটের সব সমস্যা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
গোলাপ ত্বক উজ্জ্বল করে, ত্বকের দাগ-ছোপ, রোদে পোড়া ভাব দূর করে, ওজন কমায়, সারায় সবরকম পেটের অসুখ। জেনে নিন কোন নিয়মে গোলাপ ব্যবহার করবেন
advertisement
1/6

ত্বক ভাল রাখা থেকে পেটের গণ্ডগোল দূর করার সিক্রেট লুকিয়ে গোলাপ জলে। কিন্তু কীভাবে ব্যবহার করবেন বহু চর্চিত এবং সবার প্রিয় এই ফুল? জানালেন চিকিৎসক।লেখা-- পিয়া গুপ্ত
advertisement
2/6
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।
advertisement
3/6
বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, গোলাপের পাঁপড়িতে ৯৫% জল আছে। তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম। এছাড়া ভিটামিন সি পাওয়া যায় গোপালের পাঁপড়িতে। প্রাচীণকালে চিনদেশে বদহজমের সমস্যায় গোলাপের পাঁপড়ি খাওয়া হত। মহিলাদের পিরিডয়স-এর সমস্যাতেও গোলাপের পাঁপড়ি বেশ উপকারী।
advertisement
4/6
গোলাপ ওজন কমায়। রোজ একটা করে গোলাপ ফুল খান। দেখবেন ওজন কমবে হুহু করে। এছাড়াও শরীরের নানা রকম ব্যাথা-বেদনাতেও কাজে দেয় গোলাপ ফুল।
advertisement
5/6
গোলাপ ফুল একদিকে যেমন স্কিনট্যান ,ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে, তেমনি গোলাপ ফুলের পাপড়ি ত্বক উজ্জ্বল করে তোলে। ত্বকের রোদে পোড়া ভাব-ও দূর করে এই ফুল। গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে রাখুন। তারপর, এক লিটার জল ফুটিয়ে, তাতে পাঁপড়িগুলো সিদ্ধ করুন। যধক্ষণ না এক লিটার জল হাফ লিটার হচ্ছে, ফুটিয়ে যান। এবার এই জল খান। দেখবেন, ত্বকের সব দাগছোপ গায়েব হবে ৭ দিনেই। ত্বকের রুক্ষতা দূর হয়ে ত্বক হবে মখমলের মত মোলায়েম।
advertisement
6/6
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health And Beauty Tips: এই নিয়মে ব্যবহার করুন গোলাপ...ত্বকের বলিরেখা, দাগ-ছোপ, ট্যান দূর হবে ৭ দিনে, কমবে ওজন, পেটের সব সমস্যা