শাস্ত্র মতে সপ্তাহের এই ৩ দিন ভুলেও যৌনতা নয় ! বিপদ বলে আসে না...
Last Updated:
advertisement
1/4

প্রতিদিন যৌনতা ? জানেন, অজান্তেই নিজের কত বড় বিপদ ডেকে আনছেন ? বাৎস্যায়ন, কামশাস্ত্র-সহ অনেক জায়গাতেই উল্লেখ রয়েছে, গর্ভধারণ বা যৌন মিলনের জন্য সপ্তাহের সব দিন সঠিক নয়। সপ্তাহে বিশেষ ৩ দিন রয়েছে যেদিন যৌন মিলনে জীবনে দুর্ভাগ্যের ঘোর অন্ধকার নেমে আসতে পারে! কোন ৩দিন ? কেনই বা এরকমটা মানা হয় ? Representative image Photo Source: Collected
advertisement
2/4
মঙ্গলবার: এই দিন যৌনতায় মঙ্গলের উপর কুপ্রভাব পড়ে যার জেরে ভবিষ্যতে সন্তানের নিষ্ঠুর প্রকৃতি দেখা দিতে পারে। অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ার আশঙ্কাও থেকে যায়। Representative image Photo Source: Collected
advertisement
3/4
শনিবার: এদিন যৌনতায় সন্তানের ওপর শনিদেবের কুপ্রকোপ পড়ে। সন্তানের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে, জীবনে নানা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। Representative image Photo Source: Collected
advertisement
4/4
রবিবার: সন্তানের ওপর রবির অশুভ প্রভাব পড়ে। কারণ কোনও কিছুর সূচনার জন্য রবিবার অশুভ দিন বলে মানা হয়। তাই এই দিন গর্ভধারণের পরিকল্পনা না করাই ভাল। শিশুর অতিরিক্ত রাগি হয়ে উঠতে পারে, হৃদরোগ সংক্রান্ত কোনও অসুখে ভোগান্তির আশঙ্কাও থাকে। Representative image Photo Source: Collected