advertisement
1/4

দাঁত দিয়ে নখ কাটাকে সাধারণ একটি অভ্যাস বলে মনে করেন অনেকেই । কিন্তু এই অভ্যাসটি কি আদৌ ভাল ? ইংল্যান্ডের এক ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসের কারণে মরতে বসেছিলেন প্রায় ! ইংল্যান্ডের সাউথপোর্ট শহরের বাসিন্দা, ২৮ বছর বয়সী লুক হ্যানোম্যান তার দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসের কারণে বিপদে পড়েন। তিনি দাঁত দিয়ে নখ কামড়াতে গিয়ে ভুলবশত কিছুটা ত্বক কেটে ফেলেন। তিনি বিষয়টাকে প্রথমে সেভাবে গুরুত্ব দেননি । ছোট এই ঘটনার ফলাফল পেতে শুরু করেন লুক। প্রথমে আসে জ্বর ৷ কিন্তু জ্বর এবং কাঁপুনি উপেক্ষা করেও তিনি নিয়মিত কর্মক্ষেত্রে যাতায়াত করছিলেন, ভেবেছিলেন ছুটির দিনে ডাক্তার দেখাবেন। এ সময়ে তার আঙুলটি আরও ফুলে যায় এবং টনটনে ব্যথা হতে থাকে। Photo : Representational Image
advertisement
2/4
ঘুম থেকে একদিন ওঠেন অনেক দেরি করে দুপুর ২টোয়। এত লম্বা সময় তিনি কখনওই ঘুমোন না। এবার ভয় পেয়ে যান লুক। তাঁর মা ডাক্তারকে ফোন করেন এবং তিনি বলেন, ২৪ ঘণ্টার মাঝে হাসপাতালে না নিয়ে এলে বাঁচবেন না লুক। হাসপাতালে চারদিন থাকার পর শেষপর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি ৷ ডাক্তাররা জানিয়েছেন, ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছেন লুক ৷ সবসময় কেউ হয়তো লাকি নাও হতে পারেন ৷ তাই দাঁত দিয়ে নখ কাটা বা ঘন ঘন নখ খাওয়া নিয়ে এখনই সতর্ক হন ৷ Photo: Representational Image
advertisement
3/4
সাধারণত আমাদের শরীরে কোনও ইনফেকশন হলে তা এক জায়গায় সীমাবদ্ধ থাকে এবং সারা শরীরে তা ছড়িয়ে পড়া থেকে তাকে আটকায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু ইনফেকশন বেশি তীব্র হলে তা শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। ফলে সারা শরীরে প্রদাহ সৃষ্টি হয়, তাই হলো সেপসিস। সেপসিস এবং সেপটিক শকের কারণে প্রতি বছর সারা বিশ্বে অন্তত ৬০ লক্ষ মানুষ মারা যান। যে কোনও বয়সের মানুষ সেপসিসে আক্রান্ত হতে পারেন।
advertisement
4/4
সেপসিসের মূল উপসর্গগুলি কী দেখে নিন :- ১.বিভ্রান্তি বা কথা জড়িয়ে আসা ২. প্রবল কাঁপুনি বা পেশি ব্যথা ৩. সারাদিনে একবারও মুত্রত্যাগ না হওয়া ৪. শ্বাস নিতে কষ্ট হওয়া ৫. ত্বক বিবর্ণ হয়ে যাওয়া ৬. প্রচণ্ড দুর্বল লাগা ৷