TRENDING:

Early Signs Of Cancer: ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব, শুধু চিনতে হবে প্রাথমিক এই উপসর্গগুলি!

Last Updated:
চিকিৎসকরা বলছেন, ক্যানসার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি প্রথমের দিকেই তা ধরা পড়ে (Early Signs Of Cancer)।
advertisement
1/10
ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব, শুধু চিনতে হবে প্রাথমিক এই উপসর্গগুলি!
দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সমীক্ষা বলছে, প্রতি ঘণ্টায় এখানে ২০০ জনের ওরাল ক্যানসারে মৃত্য়ু হয়। ঘণ্টায় ৭ জন মহিলা অন্তত কার্ভিক্য়াল ক্যানসারে মারা যান এবং ৮৭ হাজার মহিলা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। Globcan-এর রিপোর্ট বলছে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে আগামীদিনে ১০ জনে একজনের শরীরে ক্যানসার ধরা পড়বে। তবে, ক্যানসার মানেই মৃত্যু এই ধারণা এখন অনেকটাই পালটেছে। এখন ক্যানসারের চিকিৎসা অনেক উন্নত। ক্যানসার সেরে যায় এবং এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। চিকিৎসকরা বলছেন, ক্যানসার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি প্রথমের দিকেই তা ধরা পড়ে। অনেকেই হয় তো বলতে পারেন, ক্যানসার কী ভাবে বোঝা সম্ভব? চিকিৎসকরা বলছেন, অন্যান্য বিভিন্ন রোগের মতো ক্যানসারেরও ক্ষেত্রেও উপসর্গ দেখা দেয়। তবে, এর কোনও নির্দিষ্ট উপসর্গ নেই। অনেক সময় হয়, যেটাকে ক্যানসার মনে হচ্ছে, সেটা ক্যানসার নয়, আবার যেটাকে মনে হচ্ছে না সেটা হ য়তো দেখা যাচ্ছে ক্যানসার। তাই শরীরে অদ্ভুত কোনও উপসর্গ দেখা দিলে বা অকারণ কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকরা বলছেন, ক্যানসার থেকে বাঁচার হাজারও চেষ্টার মাঝে অন্যতম হল উপসর্গ চিহ্নিত করে তার চিকিৎসা শুরু করা। কারণ প্রাথমিক স্তরে ক্যানসার চিহ্নিত হলে তার থেকে সেরে ওঠা সম্ভব। নির্দিষ্ট উপসর্গ না থাকলেও কয়েকটি উপসর্গ রয়েছে, যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
advertisement
2/10
১) মুখে আলসার হলে- যাঁরা ধূমপান করেন বা তামাকজাত দ্রব্য সেবন করেন তাঁদের মুখের ভিতর অনেক সময়ই সাদা বা লাল ছোট ছোট ব়্যাশের মতো দেখা দিতে পারে। এমন যদি অনেক দিন পর্যন্ত থেকে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
advertisement
3/10
২) শরীরে কোথাও লাম্পস দেখা দিলে- শরীরের কোনও অংশে লাম্পস দেখা দিলেই তার চিকিৎসা প্রয়োজন। সবস ময় লাম্পসে যে ক্যানসারের কোষ থাকবে তা নয়, কিন্তু ক্যানসারের কোষ থাকতেই পারে। লাম্পস অনেক সময় সিস্ট বা টিউমারও হয়ে থাকে।
advertisement
4/10
৩) অকারণে যদি রক্তক্ষরণ হ - কোনও কারণ ছাড়াই যদি রক্তক্ষরণ হয়, তা হলে সেই বিষয়টিকে একেবারেই এড়িয়ে যাওয়া উতিত হবে না। যদি পিরিয়ড বা মেনোপজের পরও ব্লিডিং হয়, তা হলে তা অনেক সময় কার্ভিকাল ক্যানসারের কারণে হয়ে থাকে। আর যদি নিপলস থেকে রক্তক্ষরণ হয়, তা হলে তা ব্রেস্ট ক্যানসারের কারণে হতে পারে।
advertisement
5/10
৪) বড় তিল, জড়ুল বা আঁচিলের মতো শরীরে কিছু দেখা দিলে- এর মধ্যে কোনও একটিও যদি দেখা যায় এবং তাতে বর্ডার থাকে, সেই জায়গার রঙ পরিবর্তন হতে থাকে, তা হলে তা ক্যানসার হতে পারে।
advertisement
6/10
৫) গলা ব্যথা, সর্দি, খেতে অসুবিধা- এই তিনটের মধ্যে কোনও একটা বা এই তিনটে উপসর্গই যদি শরীরে অনেক দিন ধরে থাকে, তা হলে তা ফুসফুসের ক্যানসারের উপসর্গ। এর সঙ্গে যদি নিশ্বাস নিতে গেলে বুকে ব্যথা করে বা শ্বাসে সমস্যা হয়, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
7/10
৬) মল-মূত্র ত্যাগে পরিবর্তন- হঠাৎ করে যদি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলত্যাগ করার সময় তাতে রক্ত দেখা যায়, তা হলে এটির চিকিৎসা প্রয়োজন। কোলোনোস্কপি টেস্ট করে সমস্যাটা বুঝতে হবে। এছাড়াও মূত্র ত্যাগের সময় তাতে রক্ত আসছে কি না সেটাও দেখা প্রয়োজন। এগুলো প্রস্টেট বা ব্লাডার ক্যানসারের উপসর্গ।
advertisement
8/10
৭) খাওয়ার ইচ্ছে চলে যাওয়া- খাওয়ার ইচ্ছে অন্যান্য অনেক কারণের চলে যেতে পারে। কিন্তু ক্যানসার শরীরে লুকিয়ে থাকলে, তা মেটাবলিজমে আঘাত হানে এবং খাওয়ার ইচ্ছে বহু দিন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। অনেক ধরনের ক্যানসার হয়, যাতে সারা দিন পেট ভর্তি লাগতে পারে।
advertisement
9/10
৮) দুর্বলতা, ঘুম পাওয়া- শরীরে ক্যানসার থাকলে দুর্বলতা, ঘুম পাওয়া আসবেই। সারা দিন ঘুমালেও এই দুর্বলতা কাটিয়ে ওঠা মুশকিল। এমন হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
10/10
৯) হঠাৎ ওজন কমতে শুরু করলে- কোনও শরীর চর্চা না করে বা কোনও ডায়েট ফলো না করেই যদি হঠাৎ কারও ১০-২০ কেজি এক মাসে কমে যায়, তা হলে তাঁর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যানসারের ক্ষেত্রে এমন হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Early Signs Of Cancer: ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব, শুধু চিনতে হবে প্রাথমিক এই উপসর্গগুলি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল