TRENDING:

অর্গাজম আরও উপভোগ্য করতে চান? এগুলো মেনে চলুন

Last Updated:
advertisement
1/6
অর্গাজম আরও উপভোগ্য করতে চান? এগুলো মেনে চলুন
মিলন যতই মধুর হোক না কেন, অর্গাজমেই লুকিয়ে থাকে আসল সুখ৷ চরম মুহূর্ত যদি আনন্দ না দিতে পারে তাহলে মিলন থেকে যায় অধরা৷ শুধু মিলনের ক্ষেত্রেই নয়, হস্তমৈথুনের ক্ষেত্রেও বিষয়টা একই৷ অর্গাজম আরও উপভোগ্য করে তুলতে এগুলো মাথায় রাখুন৷
advertisement
2/6
সহজে হয়৷ তাই মিলনের সময় শরীর গরম রাখুন৷ মোজা পরে সেক্স করলে অর্গাজম জোরাল হবে৷
advertisement
3/6
সেক্সের সময় অনেকেই রিদমের ওপর জোর দেন৷ পর্যায়ক্রমে গতি বাড়ালে, কমালে অর্গাজম তাড়াতাড়ি হয় বলে ধারণা আমাদের৷ এসব না ভেবে যা ভাল লাগছে, যেভাবে উপভোগ করছেন তেমন ভাবেই সেক্স করুন৷ এভাবে অর্গাজম অনেক বেশি উপভোগ্য হবে৷
advertisement
4/6
মিলনের সময় টেনসন ফ্রি থাকুন৷ এই সময় অফিসের স্ট্রেস, বাড়ির কাজের চিন্তা মাথা থেকে একেবারে সরিয়ে ফেলুন৷ নিজের সব ইন্দ্রিয় দিয়ে মনোনিবেশ করে সেক্স উপভোগ করুন৷ এতে অর্গাজম জোরাল হবে৷
advertisement
5/6
মিলন উপভোগ্য করে তুলতে যেমন ফোরপ্লে জরুরি, তেমনই জোরাল অর্গাজমের জন্যও ফোরপ্লে খুবই গুরুত্বপূর্ণ৷ হস্তমৈথুনের ক্ষেত্রেও যদি ফোরপ্লে-র ওপর জোর দেন, অর্গাজম উপভোগ্য হবে ৷
advertisement
6/6
চরম মুহূর্ত আরও উপভোগ্য করে তুলতে বিভিন্ন জিনিসের সাহায্য নিতে পারেন৷ কোনও ফল বা সেক্স টয়, নেলপলিশ যা আপনার উপভোগ্য লাগে সেটাই ব্যবহার করুন৷ এতে সন্তুষ্টি আসবে, অর্গাজম জোরাল হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
অর্গাজম আরও উপভোগ্য করতে চান? এগুলো মেনে চলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল