Low Blood Pressure: আপনার প্রেশার সবসময় ‘লো’ থাকে? রক্তচাপ 90/60 -এ নেমে গেলে কী হয় জানেন...হতে পারে ঘাতক রোগ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হৃদস্পন্দন কম হলেও রক্তচাপ কম থাকতে পারে। একই সঙ্গে হরমোন সংক্রান্ত কোনও রোগ বা হাইপোগ্লাইসেমিয়া থাকলে নিম্ন রক্তচাপ হতে পারে।
advertisement
1/9

বিশ্বজুড়ে হাই ব্লাড প্রেশারের রোগীর সংখ্যা কয়েক কোটি৷ অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, অনিয়মিত জীবনযাত্রা এই উচ্চ রক্তচাপের অন্যতম কারণ বলে মনে করা হয়৷ আমরা সকলেই উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা সম্পর্কে কম বেশি ওয়াকিবহাল৷ কারণ, এতে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের মতো সমস্যা হয়৷
advertisement
2/9
কিন্তু, জানেন কি, উচ্চ রক্তচাপের মতোই কম রক্তচাপও সমান ক্ষতিকর এবং চিন্তাজনক৷ সাধারণত, ১২০/৮০ রক্তচাপ হল আদর্শ রক্তচাপ৷ এই রক্তচাপ যাঁদের থাকে, তাঁদের সুস্থ বলে মনে করা হয়৷ এর সামান্য কিছু এদিক ওদিক হয়ে গেলেও সমস্যা হয় না৷ কিন্তু, যখনই রক্তচাপ ৯০/৬০ পর্যন্ত নেমে যায়, তাহলে তা অত্যন্ত চিন্তার বিষয়৷ এই পরিস্থিতিকে গুরুত্ব না দিলেই হতে পারে বিপর্যয়৷ কোন কোন রোগের কারণে রক্তচাপ নেমে যায়, আসুন সেগুলি আগে জেনে নিই৷
advertisement
3/9
মায়ো ক্লিনিক ওয়েবসাইটে দেওয়া তথ্যের মতে, নিম্ন রক্তচাপের অনেক কারণ থাকতে পারে। যদি কেউ গর্ভবতী হন তবে প্রথম ২৪ সপ্তাহে নিম্ন রক্তচাপ থাকে। কিন্তু যখন কারও হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হয়, তখনও এই নিম্ন রক্তচাপ থাকতে পারে।
advertisement
4/9
হৃদস্পন্দন কম হলেও রক্তচাপ কম থাকতে পারে। একই সঙ্গে হরমোন সংক্রান্ত কোনও রোগ বা হাইপোগ্লাইসেমিয়া থাকলে নিম্ন রক্তচাপ হতে পারে।
advertisement
5/9
শরীর থেকে খুব বেশি রক্ত বেরিয়ে গেলে নিম্ন রক্তচাপ হতে পারে। এছাড়া, ডিহাইড্রেশন, গুরুতর সংক্রমণ, পুষ্টির অভাব, বিশেষ করে ভিটামিন বি 12 এর অভাবও নিম্ন রক্তচাপের কারণ হতে পারে।
advertisement
6/9
যদি রক্তচাপ কম হয়, তবে উপরের এবং নীচের উভয়ই কম থাকে৷ তবে কিছু মানুষের মধ্যে কেবল নীচেরটাই কমতে থাকে। এটি আরও বিপজ্জনক পরিস্থিতি।
advertisement
7/9
নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর ডাঃ নিত্যানন্দ ত্রিপাঠী বলছেন যে, নীচে থাকা রক্তচাপ ৬০-এর নীচে নেমে গেলে প্রথমে আমাদের কারণ খুঁজে বের করতে হবে। এটি হাইপোথাইরয়েড বা হাইপারডাইনামিক অবস্থায় ঘটতে পারে।
advertisement
8/9
ভিটামিন ডি-এর ঘাটতিও নিম্ন রক্তচাপের কারণ হতে পারে। কিছু ওষুধও রক্তচাপ কমিয়ে দিতে পারে। কিন্তু কোনও কারণ ছাড়াই যদি নীচে থাকা ব্লাড প্রেশার ৬০-এর নীচে চলে যায় তাহলে তা জটিল সমস্যায় পরিণত হতে পারে। এই জন্য, আপনি অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।
advertisement
9/9
চিকিৎসক জানাচ্ছেন, প্রায়শই দেখা গিয়েছে যাঁদের নীচের রক্তচাপ ক্রমাগত ৬০-এর কম থাকে, তাঁরা বেশিদিন বাঁচে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Low Blood Pressure: আপনার প্রেশার সবসময় ‘লো’ থাকে? রক্তচাপ 90/60 -এ নেমে গেলে কী হয় জানেন...হতে পারে ঘাতক রোগ