Hangover-Health Tips: কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খাওয়া ভাল না খারাপ? হ্যাংওভার কাটাবেন কী করে? সহজ উপায় জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Hangover-Health Tips: মদ খেলেই পরের দিন হ্যাংওভার? চিন্তা নেই। এই সহজ উপায়ে মুহূর্তে কাটবে ক্লান্তি, গায়ে ব্যথা! জানুন কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খেলে ঠিক কী হয়...
advertisement
1/6

মদের আড্ডায় মন মজে অনেকেরই! আর নতুন নতুন সুরা প্রেম হলে তো আর কথাই নেই! তবে মদ খাওয়ার সময় দারুণ মজা হলেও পরের দিন সকালে হ্যাংওভারে জীবন জেরবার হয় অনেকেরই! photo source collected
advertisement
2/6
হ্যাংওভারের জন্য সকালে ঘুম থেকে উঠলেই মাথা ব্যথা, বমি বমি ভাব, গায়ে হাত পায়ে ব্যথা, ঘুম না কাটতে চাওয়ার মতো বেশ কিছু সমস্যা দেখা যায়! কিন্তু জানেন কী এই হ্যাংওভার থেকে মুক্তি পাবেন ঝট করেই। জানুন photo source collected
advertisement
3/6
প্রথমত রাতে যত খুশি মদ খান বা দিনেও খেতে পারেন। মনে রাখতে হবে জল কিন্তু কম খেলে চলবে না! সকালে ঘুম থেকে উঠে আগে বেশি করে জল খান। এমনকি মদ খাওয়ার সময়েও জল খান। কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খাবেন না! এতে গায়ে হাত পায়ে ব্যথা বা হাংওভার বেশি হতে পারে! জল দিয়ে মদ খান শরীরে প্রভাব কম পড়বে! photo source collected
advertisement
4/6
হ্যাং-ওভার হলে কলা খান। কলা শরীরের ডিহাইড্রেশন কমায়। জল ধরে রাখতে সাহায্য করে। সকালে উঠে একটা কলা খেয়ে নিন। ঝরঝরে হয়ে যাবেন! photo source collected
advertisement
5/6
হ্যাংওভার কাটাতে কফি খেতে পারেন। কফিতে থাকা ক্যাফিন মাথা ব্যথা কমাতে সাহায্য করতে পারে! এছাড়া আদা-চা খান। লেবু দিয়ে চা বানিয়ে খেলেও সঙ্গ সঙ্গে ঝরঝরে লাগবে!photo source collected
advertisement
6/6
কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খাবেন না! এতে গায়ে হাত পায়ে ব্যথা বা হাংওভার বেশি হতে পারে! জল দিয়ে মদ খান শরীরে প্রভাব কম পড়বে! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hangover-Health Tips: কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খাওয়া ভাল না খারাপ? হ্যাংওভার কাটাবেন কী করে? সহজ উপায় জানুন