TRENDING:

HairFall Remedies: মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা

Last Updated:
HairFall Remedies: নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।
advertisement
1/12
চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা
চুল পড়ার সমস্যায় জেরবার হননি, এমন মহিলা বিরল। সকলেরই কমবেশি অভিযোগ, মুঠো মুঠো চুল উ‍ঠছে চিরুনির সঙ্গে।
advertisement
2/12
নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।
advertisement
3/12
স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করুন। হেয়ার ফলিকলসে পুষ্টি যোগাবে। মজবুত হবে চুলের গোড়া। সহজে চুল পড়বে না।
advertisement
4/12
স্ক্যাল্পে মালিশ করুন অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারীর রস। তাহলে নতুন চুল জন্মাবে। কমবে চুল পড়াও।
advertisement
5/12
সালফার ভরা পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে হেয়ার ফলিকলস এবং হেয়ার স্ট্র্যান্ডস মজবুত হয়ে ওঠে।
advertisement
6/12
ডিমে থাকে প্রোটিন এবং বায়োটিন। চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই দুই উপাদান। ডিম দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।
advertisement
7/12
প্রোটিন ভরা টক দই দিয়ে মালিশ করলেও স্ক্যাল্প ও চুল সুস্থ থাকে।
advertisement
8/12
ভিজিয়ে রাখা মেথিদানা বেটে চুলের গোড়ায় লাগান। চুল রেশমি হবে। মজবুত হবে।
advertisement
9/12
গ্রিন টি ঠান্ডা করে মালিশ করুন স্ক্যাল্পে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট চুল পড়া বন্ধ করে।
advertisement
10/12
চুলের স্বাস্থ্য ধরে রাখতে মুশকিল আসান হতে পারে ক্যাস্টর অয়েল।
advertisement
11/12
জবাফুলের পাপড়ি ও পাতা একসঙ্গে বেটে মালিশ করুন স্ক্যাল্পে। চুলের গোড়া মজবুত হবে। নতুন চুল গজাবে।
advertisement
12/12
ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট ভরা আমলকি চুলের গোড়া পোক্ত করে। কমায় চুল পড়া। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম))
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
HairFall Remedies: মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল