HairFall Remedies: মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
HairFall Remedies: নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।
advertisement
1/12

চুল পড়ার সমস্যায় জেরবার হননি, এমন মহিলা বিরল। সকলেরই কমবেশি অভিযোগ, মুঠো মুঠো চুল উঠছে চিরুনির সঙ্গে।
advertisement
2/12
নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।
advertisement
3/12
স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করুন। হেয়ার ফলিকলসে পুষ্টি যোগাবে। মজবুত হবে চুলের গোড়া। সহজে চুল পড়বে না।
advertisement
4/12
স্ক্যাল্পে মালিশ করুন অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারীর রস। তাহলে নতুন চুল জন্মাবে। কমবে চুল পড়াও।
advertisement
5/12
সালফার ভরা পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে হেয়ার ফলিকলস এবং হেয়ার স্ট্র্যান্ডস মজবুত হয়ে ওঠে।
advertisement
6/12
ডিমে থাকে প্রোটিন এবং বায়োটিন। চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই দুই উপাদান। ডিম দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।
advertisement
7/12
প্রোটিন ভরা টক দই দিয়ে মালিশ করলেও স্ক্যাল্প ও চুল সুস্থ থাকে।
advertisement
8/12
ভিজিয়ে রাখা মেথিদানা বেটে চুলের গোড়ায় লাগান। চুল রেশমি হবে। মজবুত হবে।
advertisement
9/12
গ্রিন টি ঠান্ডা করে মালিশ করুন স্ক্যাল্পে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট চুল পড়া বন্ধ করে।
advertisement
10/12
চুলের স্বাস্থ্য ধরে রাখতে মুশকিল আসান হতে পারে ক্যাস্টর অয়েল।
advertisement
11/12
জবাফুলের পাপড়ি ও পাতা একসঙ্গে বেটে মালিশ করুন স্ক্যাল্পে। চুলের গোড়া মজবুত হবে। নতুন চুল গজাবে।
advertisement
12/12
ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট ভরা আমলকি চুলের গোড়া পোক্ত করে। কমায় চুল পড়া। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম))
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
HairFall Remedies: মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা