Hair Fall Remedies: বাড়ির জল খারাপ? হাত দিলেই চুল ঝরছে? রইল মোকাবিলার সহজ কয়েকটা উপায়, চুল পড়া বন্ধ হবে ২ দিনে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাতারাতি তো আর বাড়ির জল বদলে ফেলতে পারবেন না, কাজেই ট্রাই করুন কয়েকটা সহজ ঘরোয়া উপায়! চুল পড়া বন্ধ হবে মাত্র ২ দিনে!
advertisement
1/5

বাড়ির জল খারাপ? চুলের দফারফা অবস্থা? স্নানের পর মাথায় হাত দিলে একগুচ্ছ চুল হাতে উঠে আসছে? মাথায় আর একটু হলেই উঁকি দেবে টাক? চিন্তা করবেন না! টেনশন শিকেয় তুকুন! রাতারাতি তো আর বাড়ির জল বদলে ফেলতে পারবেন না, কাজেই ট্রাই করুন কয়েকটা সহজ ঘরোয়া উপায়! চুল পড়া বন্ধ হবে মাত্র ২ দিনে!
advertisement
2/5
মেথি আর কালো জিরে রোদে শুকিয়ে নিন। এর পর মিক্সিতে গুঁড়ো করে মাল মাণের নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা ফুটিয়ে নিন কিছুক্ষণ। এই তেল একটি কাচের শিশিতে রাখবেন। ১০ থেকে ১২ দিন সহজেই রাখতে পারবেন। সপ্তাহে তিন দিন চুল লাগিয়ে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
3/5
সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিক্সিতে বেটে নিন। এটা সরাসরি চুলে লাগাতে পারেন প্যাকের মতো, দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। মিশ্রণ চুলে শুকিয়ে গেলে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
advertisement
4/5
চুল পড়া আটকাতে ম্যাজিকের মতো কাজ করে পেঁয়াজের রস। পেঁয়াজ ভাল করে বেটে ১ মগ জলে মিশিয়ে নিন। এ বার পেঁয়াজের রস মেশানো ওই জল মাথায় লাগিয়ে ভাল করে মালিশ করুন। কিছু ক্ষণ পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে অন্তত ২-৩ বার পেঁয়াজের রস মাথার ত্বকে মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
advertisement
5/5
এল লিটার জলে এক মুঠো নিমপাতা ফুটিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু করার পর এই নিমের জলে চুল ধুয়ে নিন। স্ক্যাল্পে কোনওরকম ইনফেকশন বা খুশকির সমস্যা থাকলে নিমের প্রভাবে তা থেকে মুক্তি পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Remedies: বাড়ির জল খারাপ? হাত দিলেই চুল ঝরছে? রইল মোকাবিলার সহজ কয়েকটা উপায়, চুল পড়া বন্ধ হবে ২ দিনে