TRENDING:

Hair Fall Remedies-Hair Oil: এক মাসে টাকে গজাবে চুল! ঘন, কালো, লম্বা হবে! ভাইরাল তেল নয়, এই নিয়মে মাখুন নারকেল তেল!

Last Updated:
Hair Fall Remedies-Hair Oil: চুলের যত্ন থেকে ত্বকের যত্নে ভরসা নারকেল তেল । দীর্ঘ সময় ধরে দশকের পর দশক এই নারকেল তেল ব্যবহার করে আসছে প্রায় প্রত্যেক পরিবার।
advertisement
1/6
এক মাসে টাকে গজাবে চুল! ঘন, কালো, লম্বা হবে! এই নিয়মে মাখুন নারকেল তেল!
নারকেল তো আমরা খেয়ে থাকি। কিন্তু জানেন শীতকালে নারকেল তেলের উপকারিতা কতটা?
advertisement
2/6
ত্বকের মসৃণতা থেকে চুলের গোড়ায় পুষ্টি, যেকোনও সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারকেলের তেল। বাজারের অন্যান্য তেলের তুলনায় নারকেল তেলের গুনাগুন অনেক।
advertisement
3/6
চুল পড়ে যাওয়া, খুশকির সমস্যা থেকে নিমেষে মুক্তি মিলবে নারকেলের তেল ব্যবহার করলে। তবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা ভালো।
advertisement
4/6
বিশেষজ্ঞরা মনে করেন, নারকেল থেকে বিশেষ উপায়ে তৈরি তেল ম্যসাজ করলে প্রতিটি চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়। এর ফলে চুল উজ্জ্বল ও সুন্দর হয়। নিয়মিত তেল ম্যাসাজ করলে ফাটা চুলের সমস্যাও অনেকখানি দূর হয়।
advertisement
5/6
বিউটিশিয়ান সঙ্গীতা শাসমল বলেন, সপ্তাহে এক-দু দিন এই নারকেল তেল অবশ্যই চুলে লাগান। চুলের পুষ্টি জোগাতে খুব ভাল কাজ করে নারকেল তেল। চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজে আসে এই তেল। শুধু তাই নয় শীতকালে খসখসে ত্বকেও অত্যন্ত কার্যকরী এই তেল।
advertisement
6/6
স্বাভাবিকভাবে শুধু নারকেল খাওয়া নয়, নারকেল তেলের গুনাগুন বহু। তাই শীতকালে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন নারকেল তেল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Remedies-Hair Oil: এক মাসে টাকে গজাবে চুল! ঘন, কালো, লম্বা হবে! ভাইরাল তেল নয়, এই নিয়মে মাখুন নারকেল তেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল