Hair Fall Problem Solution: নামী-দামি ভিটামিন সেরাম নয়, ভরসা রাখুন মা-ঠাকুমার 'ক্লাসিক' তেলে! মাথায় চুল ভালও হবে-কালোও হবে
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Hair Fall Problem: খুশকি-শুষ্ক চুলের সমস্যায় জেরবার না হয়ে আয়ুর্বেদের 'ব্রহ্মাস্ত্র' তেল কাজে লাগান। রইল ডাক্তারের পরামর্শষ চুল গজাবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন।
advertisement
1/7

আয়ুর্বেদশাস্ত্রে ক্যাস্টর গাছকে ঔষধি গুণে পরিপূর্ণ বলে মনে করা হয়। এই ক্যাস্টর গাছের বীজ থেকে নিষ্কাশিত তেল নানা ধরনের শারীরিক সমস্যা নিরাময়ে কার্যকর। এমনটাই মনে করা হয়। শুদ্ধি আয়ুর্বেদে ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে বোকারোর সিনিয়র আয়ুর্বেদিক চিকিৎসক ডা. রাজেশ পাঠকের।
advertisement
2/7
তিনি ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিয়েছেন। এই প্রসঙ্গে ডা. রাজেশ পাঠক জানান যে, এই উদ্ভিদটি সারা ভারতেই পাওয়া যায়। এটিকে ইংরেজিতে ক্যাস্টর প্ল্যান্ট নামেও ডাকা হয়ে থাকে। এই উদ্ভিদ আসলে গরম বা উষ্ণ প্রকৃতির। যার কারণে এটি আমাদের শরীরের বাত এবং কফ সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
advertisement
3/7
পেটের সমস্যা থেকে মুক্তি: ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল শরীরের বিপাক ক্রিয়ার উন্নতি ঘটাতে সাহায্য করে। আর গরম প্রকৃতির হওয়ায় এটি শরীরে ক্ষুধা বাড়াতে এবং খাবার হজম করাতে সাহায্য করে। এর জন্য ৫ মিলিলিটার জলের সঙ্গে ২-৩ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে সেবন করলে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
4/7
জয়েন্ট বা গাঁটের ব্যথায়: পায়ের ফোলা ভাব এবং হাঁটুর ব্যথা উপশমের জন্য একটি কার্যকর ওষুধ হিসেবে বিবেচিত হয়। এর জন্য ক্যাস্টর বা রেড়ি গাছের পাতা ভাল করে ধুয়ে নিয়ে তা ক্যাস্টর অয়েলের সঙ্গে গরম করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। এতে ফোলা ভাব এবং ব্যথার সমস্যা থেকে মুক্তি মিলবে।
advertisement
5/7
চুলের সমস্যা থেকে মুক্তি: নারী-পুরুষ নির্বিশেষে সকলেই খুশকি এবং শুষ্ক চুলের সমস্যায় ভুগে থাকেন। এমন পরিস্থিতিতে চুলে ক্যাস্টর অয়েল লাগিয়ে ম্যাসাজ করলে চুলের শুষ্কতা এবং খুশকির সমস্যা অচিরেই দূর হয়।
advertisement
6/7
ত্বকের সমস্যা থেকে মুক্তি: ক্যাস্টর অয়েলের মধ্যে বিশেষ অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা ত্বকে ছত্রাকের সংক্রমণ এবং ব্রণ সম্পর্কিত সমস্যা দূর করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে ক্যাস্টর অয়েল দিয়ে ত্বকের আক্রান্ত স্থানে ম্যাসাজ করলে ত্বকের সমস্যা দূর হয়।
advertisement
7/7
কাশি সম্পর্কিত সমস্যা নিরাময়: ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল হাঁপানি সম্পর্কিত সমস্যা নিরাময়ে সহায়ক বলেও মনে করা হয়। এই তেলে উপস্থিত বিশেষ গুণাবলী ফুসফুসের মধ্যে জমে থাকা কফ দূর করতে সাহায্য করে। এর জন্য ১০০ মিলিলিটার গরম জলে ৫ মিলিলিটার থেকে ৬ মিলিলিটার ক্যাস্টর অয়েল মিশিয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা সেবন করলে কাশি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Problem Solution: নামী-দামি ভিটামিন সেরাম নয়, ভরসা রাখুন মা-ঠাকুমার 'ক্লাসিক' তেলে! মাথায় চুল ভালও হবে-কালোও হবে