TRENDING:

Hair Fall Control: শসা আমলকি আর...পুজোর আগেই ফিরবে চুলের ঘনত্ব! জেনে নিন সেরা উপায়

Last Updated:
ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন রকমের প‍্যাক থেকে শুরু তেল লাগিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না? তাহলে এই প্রতিবেদন আপনার জন‍্য।
advertisement
1/8
শসা আমলকি আর...পুজোর আগেই ফিরবে চুলের ঘনত্ব! জেনে নিন সেরা উপায়
একরাশ ঘন কালো চুল, অনেক মেয়েরই স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন সত‍্যি আর হচ্ছে কই। পুজো আসছে। পছন্দের পোশাকের সঙ্গে চুলের স্টাইলও ভাবা রয়েছে। কিন্তু এত চুল ঝরলে আদৌ কোনও স্টাইল করা যাবে তো? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেশিরভাগ সকলের মনে।
advertisement
2/8
ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন রকমের প‍্যাক থেকে শুরু তেল লাগিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না? তাহলে এই প্রতিবেদন আপনার জন‍্য।
advertisement
3/8
ইনস্টাগ্রামের পাতায় মা-মেয়ের জুটি মেহরুজ-বুশরা শেয়ার করেছেন এক জ‍্যুসের রেসিপি। দুজনেই অভাবনীয় উপকার পেয়েছেন বলে জানিয়েছেন।
advertisement
4/8
অবশ‍্য শুধু মা-মেয়ের জুটিই নয়, এই জ‍্যুস যে সত‍্যিই চুলের জন‍্য উপকারী তা মেনে নিয়েছেন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, কসমেটিকস্ ডার্মাটোলজিস্ট এবং ডার্মাটো সার্জেন ড: রিঙ্কি কাপুরও।
advertisement
5/8
দেখে নিন জ‍্যুস বানাবার পদ্ধতি উপকরণ ১ টি শসা ১টি আমলা বা আমলকি ৩-৪ টি কারি পাতা ১/২ আদা ১/২ চা চামচ বিট নুন ১ কাপ জল মধু- পরিমাণ মতো
advertisement
6/8
বানাবার পদ্ধতি আমলকি এবং শসা ভাল করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে বাকি উপকরণ গুলির (নুন এবং মধু ছাড়া) সঙ্গে দিয়ে ভাল করে বেটে নিন। এবার এই মিশ্রণ ছেঁকে নিলেই ব‍্যাস আপনার জ‍্যুস তৈরি।
advertisement
7/8
জ‍্যুসের স্বাদ আরও খানিকটা বাড়াতে বিট নুন আর মধু মিশিয়ে নিতে পারেন।
advertisement
8/8
জ‍্যুস বের করে নেওয়ার পর পাওয়ার প‍্যাক মিশ্রণটিকে ফেলে দেওয়ার ভুল করবেন না। এটি মাথায় প‍্যাক হিসেবে লাগান। ১৫ থেকে ২০ মিনিট মাথায় লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Control: শসা আমলকি আর...পুজোর আগেই ফিরবে চুলের ঘনত্ব! জেনে নিন সেরা উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল