TRENDING:

Hair Care Treatment at Home: কোনও স্পা নয়, হেয়ার কেয়ার হবে পথের ধারের এই আগাছায়, পার্লারে টাকা খরচ ছাড়াই চুল হবে ঘন কালো মখমলের মত!

Last Updated:
Keshuti Benefit: মাথার চুল হবে মখমলের মত সুন্দর, পুরুষ মহিলা উভয়েই এই সহজ টিপস জানলে উপকার পাবে, খরচ হবে না টাকা
advertisement
1/5
কোনও স্পা নয়, হেয়ার কেয়ার হবে পথের ধারের এই আগাছায়, পার্লারে টাকা খরচ ছাড়াই
কথায় রয়েছে' মহিলাদের কেশেই বেশ '। কিন্তু শুধু কী মহিলাদের? বর্তমান সময়ে চুল নিয়ে বেশ যত্নবান পুরুষও। মহিলারা চুলের সৌন্দর্য বাড়াতে কত রকমের যে ঘরোয়া টোটকা ব্যবহার করছে। আর পুরুষ টাক পড়ার হাত থেকে বাঁচতে কত কী পন্থা অবলম্বন করে চলেছে, ক’জন তার খোঁজ রাখে।
advertisement
2/5
বর্তমান সময়ে চুল নিয়ে যত্নবান কমবেশি প্রায় আমরা প্রত্যেকেই। আর গুরুত্ব রেখে বাজারে নামিদামি কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট উপলব্ধ রয়েছে। ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না পকেটের টান পড়ে। নিয়মিত চুলের পরিচর্চা করতে পারেন এই নিয়মে প্রায় নিখরচায়।
advertisement
3/5
আশ্চর্যের বিষয় হল, কাড়ি কাড়ি খরচ ছাড়া মাথার চুল একেবারে মখমলের মত সুন্দর ও শক্তপোক্ত হবে। আদিকালে এই জিনিস ব্যবহার করেই বেশিরভাগ মানুষ চুলের পরিচর্যা করত মানুষ।
advertisement
4/5
এই জিনিস গ্রামবাংলায় ছড়িয়ে রয়েছে বাড়ির আনাচে- কানাচে। রাস্তার পার্শ্ববর্তীতে এক দেড় ফুট উচ্চতার আগাছার মত জন্মানো গাছই চুলের জন্য মহাঔষধি। খুব সহজে ব্যবহার করা যেতে পারে ' কেশুতি '।
advertisement
5/5
এ প্রসঙ্গে ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি পাতা চুলে মাখলে চুল কালো এবং চুলের গোড়া শক্তপোক্ত হবে। তবে অধিকাংশ মানুষ ভুল নিয়মে ব্যবহার করে তাই উপকার সঠিক পায়না। প্রথমে ছায়ায় শুকিয়ে নিতে হবে কেশুতি গাছের পাতা। কয়েকদিন শুকনো পাতা তেলে ভিজিয়ে রাখার পর। সেই তেল ছেঁকে ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Treatment at Home: কোনও স্পা নয়, হেয়ার কেয়ার হবে পথের ধারের এই আগাছায়, পার্লারে টাকা খরচ ছাড়াই চুল হবে ঘন কালো মখমলের মত!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল