TRENDING:

Hair Care Tips | Hair Oil Overnight: সারা রাত চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! এই পদ্ধতিতে তেল না মাখলেই বিপদ!

Last Updated:
Hair Care Tips | Hair Oil Overnight: সারা রাত চুলে তেল মেখে রাখা কী ভাল? সত্যি জানলে চমকে যাবেন! সাবধান
advertisement
1/7
রাতে চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! জানুন সঠিক পদ্ধতি!
চুল এমন একটি বিষয়, যার চর্চা না করলেই সব শেষ। মুঠো মুঠো চুল ওঠা থেকে শুরু করে, ডগা ফাটা, খুসকি কত কী হতে থাকে। সব থেকে জরুরি মাথার স্ক্যাল্পের যত্ন নেওয়া। কিন্তু আমরা অনেক সময় চুলের যত্ন নিতে গিয়ে ভুল কাজ করে ফেলি। অনেকেই প্রচলিত ভাবনা কাজে লাগিয়ে থাকি। যেমন গোটা রাত মাথায় তেল লাগিয়ে রাখি অনেকে। কিন্তু এটা কি আদৌ ভাল? জানলে সত্যিই অবাক হতে হয়। photo source collected
advertisement
2/7
আমরা অনেকেই সারারাত চুলে তেল মেখে রাখি। অনেকেই মনে করেন এতে চুলের পুষ্টি বৃদ্ধি পায়ণ, চুলের গোড়া শক্ত হয়। এবং তাড়াতাড়ি চুল বড় হয়। জানেন কী এটা একেবারেই ভুল ধারণা। উল্টে এতে ক্ষতি হয় চুলের। photo source collected
advertisement
3/7
সারারাত চুলে তেল মাখা নিয়ে একাধিক চিকিৎসক কিন্তু সেই বিষয়ে সতর্ক করেন। ফল যে আরও খারাপ হতে পারে সেই নিয়ে সাবধান করেছেন বহু ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকরাই। এতে চুলের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়।photo source collected
advertisement
4/7
সারারাত চুলে তেল মেখে রাখলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। এই জন্য চুলে তেল দেওয়র পর আঁচড়াতেও বারণ করা হয়। চুলে তেল দেওয়ার পর সামান্য ঘষা লাগলেও চুল পড়ে যায় বা টান লাগলেই চুল উঠে আসে। সারারাত চুলে তেল মানেই চুলের সর্বনাশ। photo source collected
advertisement
5/7
তাছাড়া তেল ধুলোবালি টানে। ফলে বালিশের বা ঘরের ধুলো সবটাই চুলে আটকে যায়। যাতে শুধু চুলের নয় স্ক্যাল্পেরও ক্ষতি হয়। তা হলে কখন চুলে তেল লাগাবেন? তার কিছু নিয়ম রয়েছে। photo source collected
advertisement
6/7
সব সময় শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে তেল মাখুন। এক ঘণ্টা পর ভাল করে শ্যাম্পু করে নিন। আপনার স্ক্যাল্প ড্রাই হলে সপ্তাহে তিন দিন, আর তৈলাক্ত হলে সপ্তাহে একদিন চুলে তেল মাখুন। তবে বেশিক্ষণ রাখবেন না। বেশি তেল চুলের জন্য কখনই ভাল নয়। photo source collected
advertisement
7/7
আর সবসময় ভাল করে স্ক্যাল্পে তেল ম্যাসাজ করুন। গোটা চুলে তেল মাখলে লাভ নেই। স্ক্যাল্প থেকেই চুলে পুষ্টি যায়। তাই স্ক্যাল্পে ভাল করে তেল মাখলে রক্ত চলাচল বাড়ে। চুলের স্বাস্থ্য ভাল হয়। সেই সঙ্গে চুলের ড্রাইভাব কেটে যাবে। স্ক্যাল্পে ম্যাসাজ হয়ে গেলে তারপর গোটা চুলে তেল মাখতে পারেন। এতে সামান্য হলেও চুলের কোমল ভাব ফিরবে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips | Hair Oil Overnight: সারা রাত চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! এই পদ্ধতিতে তেল না মাখলেই বিপদ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল