Hair Care Tips: কালো কুচকুচে লম্বা চুলের সৌন্দর্যই আলাদা, দামি প্রোডাক্ট নয়; ঘরোয়া এই ৫ উপকরণে 'হাতেগরম' সমাধান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hair Care Tips: লম্বা এবং ঘন কালো কুচকুচে চুল পাওয়ার স্বপ্ন থাকে প্রত্যেকেরই। আর সেই স্বপ্নপূরণের জন্যে প্রত্যেকেই বিভিন্ন উপায়ে চুলের যত্ন নেন।
advertisement
1/7

লম্বা এবং ঘন কালো কুচকুচে চুল পাওয়ার স্বপ্ন থাকে প্রত্যেকেরই। আর সেই স্বপ্নপূরণের জন্যে প্রত্যেকেই বিভিন্ন উপায়ে চুলের যত্ন নেন। কেউ দামি হেয়ার প্রোডাক্ট মাখেন, তো কেউ আবার কেউ ভরসা রাখেন প্রাকৃতিক হেয়ার অয়েলের উপর। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
এমন ধারণাও রয়েছে যে, স্ক্যাল্পে নিয়মিত তেল মালিশ করলেই চুলের বৃদ্ধি হয় দেখার মতো! কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি, নাকি কেবলই মিথ?
advertisement
3/7
যদিও বিশেষজ্ঞদের মতে, তেল মালিশ করলে চুলের বৃদ্ধিতে কোনও প্রভাব পড়ে না। অর্থাৎ নিয়মিত তেল মালিশ করলেই আপনি স্বপ্নের লম্বা চুল পাবেন না। এটি একটি ভ্রান্ত ধারণা। তাই আপনি যদি মনে করেন, তেল মেখেই চুল পড়া বন্ধ করবেন কিংবা লম্বা চুল পাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। তেল দিলে চুলের স্বাস্থ্য ভাল হবে।
advertisement
4/7
কীভাবে চুল লম্বা করা যায় ঘরোয়া উপায়ে? বিশেষজ্ঞদের দাবি, চুলে কাঠবাদাম তেল মাখলে চুল লম্বা ও কালো হয়। সরাসরি এই তেল চুলে না মেখে গরম করে ব্যবহার করুন। ঘণ্টা খানেক অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে লম্বা হবে চুল।
advertisement
5/7
শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও ডিম সত্যিই উপকারী। আধ কাপ মতো ডিমের সাদা অংশ চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। উপকার পাবেন।
advertisement
6/7
চুল লম্বা করার আরও একটি উপায় হতে পারে নিমপাতা। নিমপাতার বেটে চুলে ভাল করে মেখে নিন। জমে থাকা ময়লা দূর করতে নিমপাতার জুড়ি মেলা ভার। তা ছাড়া চুল বড় করতেও নিমপাতা যথেষ্ট উপকারী।
advertisement
7/7
আধ কাপ আমলকি গুঁড়োর মধ্যে ১ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ। তার পর চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে সুফল মিলবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: কালো কুচকুচে লম্বা চুলের সৌন্দর্যই আলাদা, দামি প্রোডাক্ট নয়; ঘরোয়া এই ৫ উপকরণে 'হাতেগরম' সমাধান