TRENDING:

Hair Care Tips: সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে কেশ রাশি, একটু সময় নয় ওদেরও দিলেন

Last Updated:
চুলের যত্নের বেলায় অনেকেই কোনও পরোয়া করেন না৷ তাই এটা করবেন না৷ যত্ন নিন নিজের সুন্দর কেশরাশির৷ 
advertisement
1/4
সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে কেশ রাশি, একটু সময় নয় ওদেরও দিলেন
চুল এমন একটা জিনিস যার উপস্থিতি নিঃসন্দেহে ব্যক্তিত্বকে বিকশিত করে৷ নারী হোক বা পুরুষ সকলেই চুলের কাটিং থেকে কালার সবই মনোমত করে করে সকলেই৷ কিন্তু চুলের যত্নের বেলায় অনেকেই কোনও পরোয়া করেন না৷ তাই এটা করবেন না৷ যত্ন নিন নিজের সুন্দর কেশরাশির৷ প্রতিদিনের ব্যবহার: চুলে রঙ করে থাকলে এই সময় প্রতিদিন শ্যাম্পু করা উচিত। শ্যাম্পুতে ক্লিনজিং এজেন্ট এবং ভারসাম্যযুক্ত পিএইচ থাকে। এটা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকেও বাঁচা যায়। এছাড়াও কন্ডিশনার এজেন্ট এবং পুষ্টি উপাদান সহ একটি কালার ফিক্সেশন কন্ডিশনার বেছে নিতে হবে। এটা চুলকে কন্ডিশন করার পাশাপাশি ধুলো, বালি থেকেও রক্ষা করবে। Photo- Representative   
advertisement
2/4
হাইড্রেশন: চুল হাইড্রেটেড রাখতে সপ্তাহে একবার বা দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা চুলকে প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। শ্যাম্পু করার পর হেয়ার মাস্ক লাগাতে হবে। কাজ হয়ে গেলে লাগিয়ে নিতে হবে কন্ডিশনার। চুল রঙ করলেও হেয়ার মাস্ক ব্যবহার করা যায়। Photo- Representative   
advertisement
3/4
শুকনো চুল: এই সময়টা চুল শুকনো রাখা খুব জরুরি। কারণ বর্ষার জলে প্রচুর অ্যাসিড উপাদান থাকে, যা চুলের ক্ষতি করে। একান্তই ভিজে গেলে প্রাকৃতিকভাবে বা নরম কাপড়ের সাহায্য চুল শুকিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, চুল যেন বেশি ঘষা না খায়। এতে চুলে থাকা কিউটিকলের ক্ষতি হয়। Photo- Representative   
advertisement
4/4
সম্পূর্ণ প্রাকৃতিক: আজকালকার বিভিন্ন হেয়ার প্রোডাক্টে গুচ্ছের রাসায়নিক থাকে। এগুলো চুলের ভালোর থেকে ক্ষতি করে বেশি। বিশেষ করে বর্ষাকালে। তাই এই সময় চুলে যত কম হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা যায় তত ভালো। বরং চুলকে স্বাভাবিক রাখতে প্রাকৃতিক উপায় এবং উপাদান ব্যবহার করতে হবে। চুল রঙ করতে চাইলেও টক্সিকযুক্ত রঞ্জকের বদলে মেহন্দি ব্যবহার করা সবচেয়ে ভালো। বর্ষা হোক কিংবা শীত-গ্রীষ্ম, এই নিয়ম মেনে চললে আখেরে চুলেরই ভালো হবে। Photo- Representative   
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে কেশ রাশি, একটু সময় নয় ওদেরও দিলেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল