TRENDING:

Hair Care-Chinese Secret: চিনা সিক্রেট ফাঁস! চাইনিজ টোটকায় ঘন-কালো-লম্বা চুল! জানুন তৈরি ও ব্যবহারের পদ্ধতি!

Last Updated:
Hair Care-Chinese Secret: চুল পড়া থেকে চুলের গ্রোথ সব সমস্যার সমাধান হবে এই চাইনিজ টোটকায়! খুব সহজে তৈরি করুন! জানুন পদ্ধতি
advertisement
1/7
চিনা সিক্রেট ফাঁস! চাইনিজ টোটকায় ঘন-লম্বা চুল! জানুন তৈরি ও ব্যবহারের পদ্ধতি!
ঘন, কালো, লম্বা চুল কে না চায়! কিন্তু প্রতিদিনের ব্যস্ততার মধ্যে অনেকেই আলাদা করে চুলের যত্ন নেওয়ার সময় পান না! যার ফলে চুলের নানা সমস্যা দেখা দেয়! তবে এই সব সমস্যার সমাধান হতে পারে চিনা টোটকায়! photo source collected
advertisement
2/7
চিনে একটি গ্রাম রয়েছে! যার নাম হুয়াংলু! এখানকার মেয়েদের চুল বিরাট লম্বা এবং ঘন! এই ছোট্ট গ্রামের মহিলাদের কাছে রয়েছে চুলের জাদুকাঠি! photo source collected
advertisement
3/7
কী সেই রহস্য টোটকা? যাতে কয়েক সপ্তাহেই চুল লম্বা হতে শুরু করবে? যাদের চুলে একেবারে গ্রোথ হয় না! তাদের চুলও এই টোটকায় তরতরিয়ে বাড়বে! photo source collected
advertisement
4/7
টোটকাটি কিছুই না! খুব সহজ! শুধু জানতে হবে ব্যবহারের পদ্ধতি! রাইস ওয়াটার বা চাল ধোয়া জলের জাদুতেই লুকিয়ে আছে সুন্দর চুলের রহস্য! এই রাইস ওয়াটারে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। এছাড়াও ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিংক এবং সেলেনিয়াম আছে! যা চুলের সব সমস্যার সমাধান করতে পারে রাতারাতি!photo source collected
advertisement
5/7
কী করতে হবে? প্রথমে কিছুটা চাল নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন! এবার এই চালে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখুন! এক ঘণ্টা ভেজার পর এই জল দিয়ে আপনার চুল ধুয়ে নিন! গোড়া থেকে ডগা। স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করুন! photo source collected
advertisement
6/7
এই চাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। পরদিন ভাল করে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন! এবার প্রতিদিন নিজের সময় মতো গোটা চুলে মাথায় জাস্ট স্প্রে করে নিন! এতে মিশিয়ে নিতে পারেন একটা ভিটামিন ই ক্যাপসুল! যা আরও তাড়াতাড়ি চুল বড় হতে সাহায্য করবে! photo source collected
advertisement
7/7
এছাড়াও শ্যাম্পু করার পর এই চাল ধোয়া জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন! সপ্তাহে তিন থেকে চার দিন অথবা রোজ ব্যবহার করতে পারেন এই চাল ধোয়া জল! কয়েক সপ্তাহেই ফল পাবেন হাতে-নাতে!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care-Chinese Secret: চিনা সিক্রেট ফাঁস! চাইনিজ টোটকায় ঘন-কালো-লম্বা চুল! জানুন তৈরি ও ব্যবহারের পদ্ধতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল