Hair Care Best Tips: ৮০-তেও চুল কুচকুচে কালো থাকবে, এই সব খাবার খেলেই চুলে পাক ধরবে না! বুড়োটে ভাব কাটাতে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hair Care Best Tips for Grey Hair: চুলে পাক ধরছে? আর তাতেই চেহারায় এসে যাচ্ছে বুড়োটে ভাব? চুল রং করার সবচেয়ে সহজ উপায় কেমিক্যাল ডাই বা কালারিং।
advertisement
1/8

চুলে পাক ধরছে? আর তাতেই চেহারায় এসে যাচ্ছে বুড়োটে ভাব? চুল রং করার সবচেয়ে সহজ উপায় কেমিক্যাল ডাই বা কালারিং। তবে এতে চুলের বারোটা বাজবেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
কম বয়সে পাকা চুলের সমস্যা এখন অনেকেরই। আধুনিক জীবনযাত্রায় অতিরিক্ত মানসিক চাপের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া বংশগত কারণে মাথার চুল সাদা হয়ে যেতে পারে।
advertisement
3/8
অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়। খাদ্যতালিকায় এই খাবারগুলি থাকলেই হতে পারে সমস্যার সমাধান।
advertisement
4/8
প্রতি দিন সকালবেলা গুড় ও মেথি খেতে পারলে যে কোনও চুলের সমস্যার গোড়া থেকে সমাধান হয়। পাকা চুলের সমস্যায় সমাধান মিলতে পারে এই উপায়। সামান্য একটু গুড়ের সঙ্গে কয়েক দানা মেথি মিশিয়ে খেয়ে নিন। তবে ডায়াবেটিস থাকলে গুড় খাবেন না।
advertisement
5/8
বাদাম খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের চুলে তেল মাখলেও উপকার পাবেন।
advertisement
6/8
চুল কালো রাখতে কালো তিল বেশ উপকারী। সপ্তাহে তিন থেকে চার দিন এক চামচ কালো তিল খেলে মিলবে সুফল।
advertisement
7/8
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন থাকে যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী। প্রতি দিন অর্ধেক গ্লাস গাজরের রস খেলে পাকা চুলের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
8/8
ছোলায় থাকে বি১২ ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খেলে সুস্বাস্থ্যের পাশাপাশি কালো চুলও পাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Best Tips: ৮০-তেও চুল কুচকুচে কালো থাকবে, এই সব খাবার খেলেই চুলে পাক ধরবে না! বুড়োটে ভাব কাটাতে জানুন