Grey Hair Solution: কম বয়সেই চুল সাদা? ভুলেও কালার করবেন না! কয়েকটি ঘরোয়া উপাদানেই চুল হবে ঘন-কালো! জানুন বিশেষজ্ঞর মত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Grey Hair Solution: এই একটি সুপার টোটকা, যা সাদা চুলকে কালো করে তোলে, অবিলম্বে ব্যবহার শুরু করুন
advertisement
1/5

চুল কালো করতে ঝিঙে কয়েক দিন নারকেল তেলে ভিজিয়ে রাখতে হবে। এই তেল ফোটাতে থাকতে হবে যতক্ষণ না কালো হয়ে যায়। এই কালো জিনিস চুলে মাসাজ করে এক ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement
2/5
বিউটিসিয়ান রীতা বসাক জানান, "কম বয়সে চুল পেকে গেলে কারি পাতা সবচেয়ে ভাল উপায়। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিয়ে এই তেল ছেঁকে নিয়ে মাথায় মাসাজ করতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুল পাকা রুখতে দারুণ কাজ করে কারি পাতা।"
advertisement
3/5
নারকেল তেলে কাঁচা আমলকি থেতো করে সেই তেল ফুটিয়ে নিতে হবে। তেল ঠান্ডা হয়ে এলে চুলে মেখে আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে। নিয়মিত কয়েক দিনের ব্যবহারে চুল হবে কালো।
advertisement
4/5
পেঁয়াজ বাটার ঘন পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা প্রতিদিন করলে কয়েক দিনের মধ্যেই পাকা চুলে সুফল মিলবে নিশ্চিত।
advertisement
5/5
চায়ের লিকার পাকা চুল কালো করতে পারে। উজ্জ্বল, স্বাস্থ্যবান করে চুলকে। জলে কালো চায়ের পাতা অল্প ফুটিয়ে ঠাণ্ডা করে নিয়ে তারপর তা চুলে ঢেলে ত্রিশ মিনিট অপেক্ষা করে এবার ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিলেই মিলবে উপকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Grey Hair Solution: কম বয়সেই চুল সাদা? ভুলেও কালার করবেন না! কয়েকটি ঘরোয়া উপাদানেই চুল হবে ঘন-কালো! জানুন বিশেষজ্ঞর মত