Gray Hair Problem: কম বয়সেই চুল পাকছে? কারণ জানেন? এই ভুল করছেন না তো? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Gray Hair Problem: কেন অল্প বয়সেই চুলে পাক ধরছে? কারণ জানলে অবাক হবেন! এখুনি জানুন
advertisement
1/6

আজ কালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব কম বয়সী ছেলে বা মেয়ে মাথার চুল পেকে সাদা হয়ে যায়। আপনি কি জানেন এর আসল কারণ কি! photo source collected
advertisement
2/6
হয়ত আপনি জানেন না এবং না জেনে এই ভুলগুলি করে যাচ্ছে আর যার জন্য আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এত কম বয়সে কেনই বা চুল পেকে যাচ্ছে? photo source collected
advertisement
3/6
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ২৫ থেকে ৩০ বয়সের অনেক মাথার চুল পেকে যায় আর কি কি কারণে এই চুল পেকে যাচ্ছে জানুন। মূলত আমাদের সাতটি কারণ চুল দ্রুত পেকে যায়। photo source collected
advertisement
4/6
প্রথমত মানসিক চাপ সৃষ্টি হলে এই ধরনের সমস্যা হতে পারে। দ্বিতীয় অনেকেই আছে চুলে কোনরকম তেল ব্যবহার করে না। যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়। photo source collected
advertisement
5/6
তৃতীয় যারা অতিরিক্ত ধূমপান করে তাদের এই সমস্যার সম্মুখীন হতে পারে। চতুর্থ অতিরিক্ত রৌদ্রে ঘোরাঘুরি করা। পাঁচ সঠিক সময়ে খাওয়া দাওয়া না করে অসময়ে খাওয়া দাওয়া করলে এই ধরনের সমস্যা হতে পারে। photo source collected
advertisement
6/6
ছয় চুলে বিভিন্ন ধর্মে রাসায়নিক প্রসাধনীর ব্যবহারে এই ধরনের সমস্যা দেখা যায়। সাত আবার অনেকে বংশগত কারণে এই ধরনের সমস্যা হতে পারে। (তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gray Hair Problem: কম বয়সেই চুল পাকছে? কারণ জানেন? এই ভুল করছেন না তো? জানুন