Good Sleep Tips: ঘরোয়া টোটকায় বাজিমাত! সারারাত জেগে থাকার দিন শেষ, এক ঘুমেই রাত শেষ, টানা ঘুমেই ফুরফুরে শরীর
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Good Sleep Tips: টানা ঘুমেই ফুরফুরে শরীর, সুপার টিপসে দারুণ ঘুম রাতভর
advertisement
1/8

 ভাল ঘুমের কয়েকটি সুপারহিট ফর্মুলা, কয়েকটি বিষয় মনে রাখতে হবে ঘরটি যেন ভ্যাপসা না হয় ৷ দুর্গন্ধ যেন না থাকেন কোনও ভাবেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
 ঘরে ল্যাভেন্ডার ফুলের গন্ধ বা সেই ফুল যদি রাখা যায় সেক্ষেত্রে বিশেষ লাভ হতে পারে ৷ ঘুমতে যাওয়ার আগে ধূমপান বা মদ্যপান যেন কোনও ভাবেই না করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
 একই সঙ্গে কোনও পানীয় খাওয়া উচিৎ নয়, রাতের খাবারের পরে জলপান করা উচিৎ নয় মোটেই ৷ রাতের খাবারের দেড় ঘণ্টা পরে ঘুমানো উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
 একটু পেট খালি রেখে খাওয়া উচিৎ ৷ কোনও ভাবেই খেয়ে শুয়ে পড়বেন না এটি মনে রাখতে হবে ৷ ঘুমানোর সময় নির্দিষ্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
 অর্থাৎ কোনও দিন রাত্রি দশটা কোনও দিন রাত্রি ২টো এমন নয় তাড়াতাড়ি বা একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে ৷ তবেই ঘুমের আদর্শ পরিবেশ বজায় থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
 ঘুমাতে যাওয়ার সময় আলাদা আলাদা হলে শরীরের চক্র সম্পন্ন হয় ৷ সন্ধের পরে গরম জলে স্নান করলে ভাল ঘুম হতে পারে ৷ এর সঙ্গে যোগাসন করলে ভাল ফল পেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
 বর্তমানে বিভিন্ন সময়ে ঘুমের ক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ, টিভি-সহ ঘুমের সময়ে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার করে থাকেন ৷ শুতে যাওয়ার সময়ে কমপক্ষে মোবাইল ফোন শরীরের ৫ ফুট দূরে রাখুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
 যাতে এই সমস্ত যন্ত্র থেকে নির্গত রেডিয়েশন শরীরকে কোনও ভাবেই প্রভাবিত না করে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Good Sleep Tips: ঘরোয়া টোটকায় বাজিমাত! সারারাত জেগে থাকার দিন শেষ, এক ঘুমেই রাত শেষ, টানা ঘুমেই ফুরফুরে শরীর
