GK Quiz: ঠোঁট রাঙানোর প্রসাধনী লিপস্টিককে বাংলায় কী বলে? কেউ জানেন শুনলে অবাক হবেন! বেশিরভাগই শোনেননি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
লিপস্টিকের বাংলা ঠোঁট রঞ্জনী বা অধর রঞ্জনী। এছাড়াও, কিছু ক্ষেত্রে ঠোঁট রাঙানী শব্দও ব্যবহার করা হয়।
advertisement
1/7

আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। (Photo: News 18 / File Image )
advertisement
2/7
অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
3/7
এই পৃথিবীতে এমন অনেক শব্দ আছে, যা আমরা ইংরাজিতেই ব্যবহার করি। হাজার চেষ্টা করেও এর বাংলা বলতে পারব না। তবে বাংলা কিন্তু আছে। যেমন লিপস্টিক।
advertisement
4/7
মেয়েদের সাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে লিপস্টিক নামের এক প্রসাধনী। ঠোঁটে একটু লালের ছোঁয়াতেই বদলে যেতে পারে আপামর নারীজাতির সৌন্দর্য।
advertisement
5/7
কারও পছন্দ লাল লিপস্টিক, কেউ মেরুন, কেউ বাদামি, কেউ ন্যুড লিপস্টিক পছন্দ করেন।
advertisement
6/7
মহিলারা বিভিন্ন ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করেন, যা তাদের শুধু লিপস্টিকের ছোঁয়াতেই একটি ‘বোল্ড লুক’ পেতে সাহায্য করে। (Photo: News 18 / File Image )
advertisement
7/7
লিপস্টিকের বাংলা ঠোঁট রঞ্জনী বা অধর রঞ্জনী। এছাড়াও, কিছু ক্ষেত্রে ঠোঁট রাঙানী শব্দও ব্যবহার করা হয়। (Photo: News 18 / File Image )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
GK Quiz: ঠোঁট রাঙানোর প্রসাধনী লিপস্টিককে বাংলায় কী বলে? কেউ জানেন শুনলে অবাক হবেন! বেশিরভাগই শোনেননি