পয়লার জব্বর উপহার
Last Updated:
পয়লা মানেই নতুন, আর নতুন মানেই সবার আগে মনে পড়ে উপহারের কথা ৷ পয়লা বৈশাখ আর উপহার নেই তা তো হতে পারে না ৷ নববর্ষের আগে থেকেই তাই চলে উপহার দেওয়া নেওয়ার পালা ৷ জেনে নিন, এ বছর কোন কোন উপহার রয়েছে ট্রেন্ডে-
advertisement
1/8

পয়লা মানেই নতুন, আর নতুন মানেই সবার আগে মনে পড়ে উপহারের কথা ৷ পয়লা বৈশাখ আর উপহার নেই তা তো হতে পারে না ৷ নববর্ষের আগে থেকেই তাই চলে উপহার দেওয়া নেওয়ার পালা ৷ জেনে নিন, এ বছর কোন কোন উপহার রয়েছে ট্রেন্ডে-
advertisement
2/8
বই: নববর্ষের সঙ্গে বইয়ের যোগোযোগ বহু পুরনো ৷ আগে পয়লা বৈশাখের দিন প্রচুর বই প্রকাশিত হত ৷ এখনও কোনও কোনও পাবলিশার্স সেই রওয়াজ ধরে রেখেছে ৷ তাই নতুন বই পয়লার সেরা উপহার হতে পারে ৷
advertisement
3/8
পোশাক: নববর্ষ মানেই বাঙালি বাড়িতে নতুন পোশাকের রেওয়াজ ৷ প্রিয়জনদের উপহার দিতে তাই পোশাককে বেছে নিতেই পারেন ৷
advertisement
4/8
গয়না: পয়লা বৈশাখ উপলক্ষ্যে বাঙালি বাড়িতে নতুন গয়না কেনার চল রয়েছে ৷ তাই এই উৎসবে প্রিয়জনকে উপহার দিন গয়না ৷ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে ৷
advertisement
5/8
কারুশিল্প: হস্তশিল্পের নানান জিনিস উপহার দিন কাছের মানুষটিকে ৷ শো-পিস থেকে ওয়াল হ্যাঙ্গিং, পেইন্টিং থেকে ঘর সাজানোর জিনিস- সবই হতে পারে উপহার ৷
advertisement
6/8
প্রসাধন: প্রসাধনও কিন্তু রয়েছে হট লিস্টে ৷ গরম পড়েছে, তাই সানস্ক্রিন আর বডি স্প্রে সবচেয়ে ভাল উপহার হতে পারে ৷
advertisement
7/8
অ্যাকসেসরিজ: শুধু পোশাক পরলেই তো হল না ৷ যুতসই অ্যাকসেসরিজ না হলে কী মানায়? গরমের হাত থেকে বাঁচতে প্রিয়জনকে উপহার দিতে পারেন সানগ্লাস, স্কার্ফ বা ছাতা ৷
advertisement
8/8
খাবার: পয়লা বৈশাখ মানেই বাঙালির কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া ৷ তাই উপহারের ক্ষেত্রেও খাদ্যদ্রব্য থাকতে পারে তালিকায় ৷ মিষ্টি, দই, নোনতা তো আছেই সঙ্গে ফিউশন ধাঁচে কেক, পেস্ট্রি, চকোলেট, কুকিজও চলতে পারে ৷