TRENDING:

Who are Gen-Z: Gen-Z নিয়ে এত হইচই! জানেন কি এই Gen-Z কারা? কেন এই নাম? চমকে যাবেন শুনলে!

Last Updated:
Who are Gen-Z: মোটাদাগে এটা নিশ্চিত যে ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।
advertisement
1/8
Gen-Z নিয়ে এত হইচই! জানেন কি এই Gen-Z কারা? কেন এই নাম? চমকে যাবেন শুনলে!
চারিদিকে হইচই Gen-Z-দের নিয়ে। কিন্তু অনেকেই জানেন না। মজার বিষয় অনেক Gen-Z -ও জানে না তাঁরা যে Gen-Z।
advertisement
2/8
‘জেনারেশন জেড’ (Generation z); সংক্ষেপে ‘জেন জি’। সম্প্রতি এই প্রজন্মকে নিয়ে সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও এই প্রজন্মকে নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশ করছে।
advertisement
3/8
ব্রিটানিকা বলছে ‘জেনারেশন জেড’ ১৯৯০-এর দশকের শেষ দিকে এবং ২০০০-এর দশকের প্রথম দিকে জন্ম নেওয়া আমেরিকানদের বুঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।
advertisement
4/8
তবে, মোটাদাগে এটা নিশ্চিত যে ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর। এঁদের মা-বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াইয়ের সদস্য।
advertisement
5/8
জেনারেশন জি হল মিলেনিয়াল জেনারেশনের পরের প্রজন্ম। মিলেনিয়াল জেনারেশনকে বলা হয়ে থাকে জেনারেশন ওয়াই (Generation Y)। আর তাদের আগের প্রজন্মকে বলা হয় জেনারেশন এক্স (Generation X)।
advertisement
6/8
জেনারেশন জেড বা জোনরেশন জি'কে Gen z, iGeneration, Gen Tech, Gen Wii, Homeland Generation, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়। কারণ, এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে।
advertisement
7/8
জেন জি হল, প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ জেনারেশন। ঠিক মিলেনিয়ালদের বিপরীত। কারণ মিলেনিয়াল প্রজন্ম ইন্টারনেটের উত্থান মধ্য দিয়ে গেছে ঠিকই কিন্তু শুধু ক্যাবল টেলিভিশন এবং ল্যান্ডলাইন ফোনের সঙ্গে বেড়ে উঠছে।
advertisement
8/8
জেন জি'র সদস্যদের অধিকাংশই স্মার্টফোনের আগের জীবন মনে করতে পারেন না। এরা স্ট্রিমিং কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রবেশযোগ্যতার সময় বড় হয়েছে। তারা যেভাবে ইন্টারনেটের সাথে এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তা পূর্ববর্তী প্রজন্মের যোগাযোগমাধ্যমের থেকে আলাদা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Who are Gen-Z: Gen-Z নিয়ে এত হইচই! জানেন কি এই Gen-Z কারা? কেন এই নাম? চমকে যাবেন শুনলে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল