TRENDING:

General Knowledge: মুড়ির সঙ্গে খেলে জমে যায়! চানাচুরের English কী বলতে গিয়ে ডাহা ফেল ৯৯% মানুষ, হিন্দি নামটাও জানা আছে?

Last Updated:
English and Hindi of Chanachur: খুব প্রচলিত মুখরোচক খাবার চানাচুরের ইংরেজি বা হিন্দি নামটা কি আপনি বলতে পারবেন একটুও চিন্তা না করে?
advertisement
1/11
সন্ধে হলেই তো মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েন...! বলুন তো দেখি এই চানাচুরকে ইংরেজিতে কী বলে?
মুড়ি বা চিড়ের সাথে একটু চানাচুর ছড়িয়ে, নুন-লঙ্কা দিয়ে মেখে খেলে যেন মুখের স্বাদই পাল্টে যায়। মুড়ির সঙ্গে চানাচুর খেতে দারুণ লাগে। টক-ঝাল-মিষ্টি হোক বা শুধু ঝাল চানাচুর – সবটাই খুব মুখরোচক।
advertisement
2/11
বিভিন্ন স্বাদের চানাচুর বাজারে পাওয়া যায়৷ শুধু মুড়ি-চিড়ের সঙ্গে নয়, এমনই চানাচুর খেতে ভারি ভাল লাগে৷
advertisement
3/11
মূলত চানাচুর তৈরি হয় বেসন দিয়ে। বেসনের নানা রকম আকার বানিয়ে, তেলে ভেজে মশলা ছড়িয়ে দিলে তৈরি হয় সুস্বাদু চানাচুর।
advertisement
4/11
কখনও তার মধ্যে থাকে ভাজা বাদাম, কখনও আবার কিসমিস বা নানা রকমের বাদামে বাড়ে পুষ্টিগুণ৷
advertisement
5/11
অতিথি আপ্যায়নের জন্য চানাচুর ব্যবহার করে থাকি আমরা৷ মিষ্টি মুখের সঙ্গে একটি স্বাদ বদলের জন্যই এই নোনতা খাবার প্লেটে সাজিয়ে দেওয়া হয়৷
advertisement
6/11
আবার কখনও লঙ্কা, পেয়াজ কুচি করে, তেল দিয়ে চানাচুর মেখে খাওয়ার চলও রয়েছে৷
advertisement
7/11
বাঙালি-অবাঙালি, সবার মধ্যেই চানাচুর খাওয়ার প্রবণতা দেখা যায়৷
advertisement
8/11
খুব প্রচলিত মুখরোচক খাবার চানাচুরের ইংরেজি নাম কী? অনেকেই তা জানেন না৷ মাথা চুলকেও বলতে পারেন না৷
advertisement
9/11
ইংরেজি না হয় না জানা গেল, হিন্দি নামটাও বলতে গেলে হোঁচট খাবেন অনেকে৷
advertisement
10/11
কেউ কেউ মিক্সচার বললেও, এটা ঠিক হিন্দি নয়৷ কিছুটা কাজ চালাবার মতো ব্যাপার৷ যেহেতু অনেক কিছুর মিশেলে তৈরি হচ্ছে চানাচুর, তাই মিক্সচার শব্দটা জনপ্রিয়৷
advertisement
11/11
চানাচুরের ইংরেজি নাম হল মিক্সড স্যাভোরি স্ন্যাক ( mixed savoury snack)৷ চানাচুরকে হিন্দিতে বলা হয় নমকিন (namkeen)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: মুড়ির সঙ্গে খেলে জমে যায়! চানাচুরের English কী বলতে গিয়ে ডাহা ফেল ৯৯% মানুষ, হিন্দি নামটাও জানা আছে?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল