General Knowledge: বিশ্বে কোন 'পানীয়' সবচেয়ে 'বেশি' খাওয়া হয় বলুন তো? চমকে দেবে 'সঠিক' উত্তর, সিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: আজ এই প্রতিবেদনে এমনই একটি সাধারণজ্ঞানমূলক আলোচনা করা যাক যা একইসঙ্গে মজাদার আবার যার উত্তর বেশ অবাক করা। শুধু উত্তরই নয়, প্রশ্নটিও বেশ ভড়কে দেবে আপনাকে।
advertisement
1/11

সাধারণ জ্ঞান আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন করে চমকে দেয়। প্রতিটি নতুন জ্ঞান নিয়ে চর্চা তাই আমাদের যেমন মস্তিষ্ককে আরও সচল করে তোলে, দক্ষ করে তোলে, তেমনই আবার প্রতিযোগিতার বাজারে টিঁকে থাকতেও দারুণ কার্যকরী ভূমিকা নেয় সাধারণ জ্ঞান।
advertisement
2/11
সাধারণ জ্ঞানের জন্য তাই পত্র পত্রিকার পাশাপাশি সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে চলতে থাকা ট্রেন্ডিং কুইজগুলি জেনারেল নলেজ বাড়ানোর দুর্দান্ত সুযোগ করে দেয়।
advertisement
3/11
আজ এই প্রতিবেদনে এমনই একটি সাধারণজ্ঞানমূলক আলোচনা করা যাক যা একইসঙ্গে মজাদার আবার যার উত্তর বেশ অবাক করা। শুধু উত্তরই নয়, প্রশ্নটিও বেশ ভড়কে দেবে আপনাকে।
advertisement
4/11
প্রশ্ন:বলুন তো বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া হয় কোন পানীয়?উত্তর: আকাশ পাতাল ভাবছেন? মাথা চুলকে উত্তর খুঁজে হয়রান? আসলে উত্তর কিন্তু খুবই সহজ। জল হল বিশ্বের সর্বাধিক খাওয়া পানীয়। তবে পৃথিবীর ৯৭% জল নোনা জল যা পানের যোগ্য নয়। তবে নদী, হ্রদ, জলাভূমি, ভূগর্ভস্থ জল এবং হিমায়িত হিমবাহে মিঠে জল পাওয়া যায়।
advertisement
5/11
আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে বেশি যা ব্যবহার করা হয়, তা হল জল। কারণ জল ছাড়া জীবন অসম্ভব। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে জলের পরেই কোন পানীয় সর্বাধিক খাওয়া হয়?
advertisement
6/11
প্রশ্ন: চলুন জেনে নেওয়া যাক এবারে জলের পর পৃথিবীতে সবচেয়ে বেশি কী পান করা হয়?উত্তর: পৃথিবীতে সবচেয়ে বেশি জল পান করা হয়। আর জলের পরে সবচেয়ে বেশি খাওয়া হয় যে পানীয় তা হল চা। বিশ্বাস করা হয়, যে ২০০০ বছরেরও বেশি আগে পৃথিবীতে চায়ের উদ্ভব হয়েছিল।
advertisement
7/11
জানলে অবাক হবেন, চা হল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পান করা পানীয়। তবে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে চা পানের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কিছু জায়গায় চায়ে দুধ মেশানো হয়, কিছু জায়গায় চা পাতা গরম তা জলে যোগ করে সিদ্ধ করা হয়। তাই সব জায়গাতেই পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের চা।
advertisement
8/11
এই চা আবিষ্কার নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কথিত আছে, চিনের দ্বিতীয় শাসক রাজা শেন নুং তার বাগানে বসে গরম জল পান করছিলেন। এ সময় তার গরম জলের কাপে কিছু পাতা পড়েছিল। এরপর জলের রং বদলে যায়।
advertisement
9/11
রাজা যখন পান করার জন্য যেই জল মুখে তুললেন, তখন তিনি দেখলেন, জলের রং বদলে গিয়েছে অথচ সেই জলের গন্ধ ভাল। এরপর তিনি জলের বদলে চা পান শুরু করেন।
advertisement
10/11
ভারত :ভারতীয়রা সকাল-সন্ধ্যা চা পান করে থাকেন। এই কারণেই অন্যান্য দেশের তুলনায় ভারতে চা বেশি খাওয়া হয়। ১৮৮১ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (ITA), ভারতের চা উৎপাদনকারীদের প্রধান এবং প্রাচীনতম সংগঠন। এছাড়াও ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ।
advertisement
11/11
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: বিশ্বে কোন 'পানীয়' সবচেয়ে 'বেশি' খাওয়া হয় বলুন তো? চমকে দেবে 'সঠিক' উত্তর, সিওর!